মার্চের শেষেও বৃষ্টি হয়েছে তবে এপ্রিল (April) এর শুরুতেই সোমবার (Monday) থেকেই রাজ্যে বাড়তে চলেছে গরম। কমপক্ষে ৬ থেকে ৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি উঁচুতে থাকবে পারদ। কলকাতার পারদ ৪০ ডিগ্রি ছুঁতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, মালদা, দক্ষিণ দিনাজপুরে ১০ থেকে ১৫ এপ্রিল হতে পারে তাপপ্রবাহ (Heat Wave)। পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department) আগামী ৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন-কুড়মি অবরোধ তুলতে এবার RPF নামানোর পরিকল্পনা রেলের, সবুজ সংকেত দিল নবান্ন
কলকাতায় আজ পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়বে। জলীয় বাষ্প আছে তাই বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। আগামী কয়েকদিন শুকনো গরম থাকবে। কলকাতাও আগামী সপ্তাহে ৪০ ডিগ্রি ছুঁয়ে তাপপ্রবাহের কবলে পড়তে পারে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। ১২ ও ১৩ তারিখ কলকাতার তাপমাত্রা ৩৯ ডিগ্রিতে যেতে পারে। তারপরে ৪০ ডিগ্রি হবে ক্রমশ। শুধু কলকাতা নয়, জেলাতেও বাড়ছে গরম পাল্লা দিয়েই। এর মধ্যেই সব জেলাতে তীব্র গরমের জেরে নাজেহাল সাধারণ মানুষ।