বার্ড ফ্লু (Bird Flu) প্রকাশ্যে এসেছে বিহার এবং ঝাড়খণ্ডে। এর পরেই অসম সরকার পশ্চিম সীমানা দিয়ে কোনও মুরগি যাতে অসমে না ঢোকে তার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। পশ্চিমবঙ্গে তার প্রভাব পড়ছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি মুরগির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উপর নির্ভরশীল। উত্তরবঙ্গ থেকে প্রচুর সংখ্যায় পোল্ট্রি অসমে রফতানি করা হয়। সমস্যায় পড়েছেন উত্তরবঙ্গের পোল্ট্রি ব্যবসায়ীরা।
আরও পড়ুন-সোমবার থেকেই রাজ্যে বাড়তে চলেছে গরম
এই বিজ্ঞপ্তি গত ৬ মার্চ অসম সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সাধারণ সম্পাদক মদনমোহন মাইতি এই মর্মে জানিয়েছেন, বার্ড ফ্লু ধরা পড়েছে বিহার এবং ঝাড়খণ্ডে। পশ্চিমবঙ্গে এখনও বার্ড ফ্লু ধরা পড়েনি। অসম সরকারের এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হয়েছেন উত্তরবঙ্গের পোল্ট্রি ব্যবসায়ীরা। মুরগি অসমে যাওয়া বন্ধ করে দেওয়ায় ব্যবসায়ীদের কমপক্ষে ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
আরও পড়ুন-কুড়মি অবরোধ তুলতে এবার RPF নামানোর পরিকল্পনা রেলের, সবুজ সংকেত দিল নবান্ন
এছাড়া এদিন তিনি অসম সরকারের এই সিদ্ধান্তকে নিয়ম বিরোধী বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘বার্ড ফ্লু সংক্রান্ত কেন্দ্রের যে নিয়ম রয়েছে তাতে রাজ্য সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। তাই কেন্দ্রের কাছে আমরা এনিয়ে অভিযোগ জানিয়েছি। অসম সরকার তাদের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।’