সোমবার, নবান্নে অত্যাধুনিক অ্যাম্বুল্যান্সের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলায় আসা কেন্দ্রীয় পরিদর্শন দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মমতা। তিনি বলেন, “এলাকা অশান্ত করতে এসেছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এটা খায় নাকি মাথায় দেয়? এটা কাঁচালঙ্কা নাকি লবডঙ্কা? সব ব্যাপারে হিউম্যান রাইটস, চাইল্ড কমিশন।“
আরও পড়ুন-রাজ্যের নতুন মুখ্য তথ্য কমিশনার হিসেবে শপথ নিলেন প্রাক্তন ডিজি বীরেন্দ্র
রাজ্যে যখন রয়েছে কেন্দ্রের পরিদর্শক দল এবং তারা রাজ্যের বিষয় নিয়ে তারা রাজ্যপালের কাছে যাচ্ছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর নিশানা ফ্যাক্ট ফাইন্ডিং টিম (Fact Finding Team)। একই সঙ্গে রামনবমীতে অশান্তির ঘটনায় বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কৌশলী পদক্ষেপকে সাদরে গ্রহণ করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-বিমানে হট্টগোল, বিমান ফেরালেন পাইলট
এরপরেই রামনবমীর মিছিল ঘিরে তৈরি হওয়া অশান্তি নিয়ে বিজেপিকে নিশানা করেন মমতা। তিনি প্রশ্ন তোলেন, কেন রামনবমীর মিছিলে, তলোয়ার-বন্দুক-ট্যাক্টর নিয়ে যাওয়া হয়েছিল? “ধর্মীয় মিটিংয়ে অস্ত্র কেন? বুলডোজার, ট্রাক্টরের কী দরকার ছিল মিটিংয়ে? কিছু মানুষ উন্মত্তের মতো নৃত্য করল, হাতে বন্দুক। সবাইকে মুঙ্গের থেকে নিয়ে আসা নিয়ে হয়েছে অশান্তি করার জন্য। বাংলার মানুষ অশান্তি পছন্দ করে না।” মুখ্যমন্ত্রীর অভিযোগ, পুলিশের অনুমতি ছাড়াই নমাজের সময় অন্য রুটে মিছিল নিয়ে গিয়ে অশান্তি বাধায় বিজেপি। গেরুয়া শিবিরের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে অশান্তি ছড়ানোর অভিযোগ তোলেন মমতা। তাঁর কথায়, বাইরে থেকে লোক এনে রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করে হচ্ছে। “একমাস আগে পার্টি অফিসে বসে প্ল্যান করেছে। মুঙ্গের থেকে এনেছে বন্দুক বাহিনী।”
আরও পড়ুন-বাম জমানায় ২,২০০ শিক্ষক নিয়োগে দুর্নীতি
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকাকে সাধুবাদ জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “প্রথম দিকে ওরা এত অস্ত্র নিয়ে বেরিয়েছিল যে পুলিশ যদি দু’পক্ষকে আটকাত তা হলে অনেকে গুলিতে মারা যেতে পারত। সেই জন্য ১ ঘণ্টা ওরা ট্যাক্টফুলি খেলেছে।“
আরও পড়ুন-আমূল বনাম নন্দিনী: ভোটের মুখে জাত্যভিমান উসকে অন্য যুদ্ধ কর্নাটকে
রাজ্যের বিভিন্ন ইস্যুতে এসেছে কেন্দ্রীয়দল। কিন্তু বাংলা পরিদর্শনের পরে কোনও অনিয়ম খুঁজে পায়নি তারা। তার পরেও বিভিন্ন ইস্যুতে কেন্দ্র থেকে পরিদর্শক দল পাঠানো হচ্ছে। এই নিয়েই তীব্র আক্রমণ করেন মমতা। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে ফের বঞ্চনার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কোনও টাকাই দিচ্ছে না কেন্দ্র।