নয়াদিল্লি, ১০ এপ্রিল : টেকচাঁদ যাদব। ভারতীয় হকি দলের প্রাক্তন এই খেলোয়াড় এখন দু’বেলা দুমুঠো খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। ৮২ বছরের টেকচাঁদ কিংবদন্তি ধ্যানচাঁদের শিষ্য। ১৯৬১ সালে জাতীয় দলের জার্সি গায়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলেছেন। অবসরের পর কোচিংও করিয়েছেন। মধ্যপ্রদেশের সাগর জেলার বাসিন্দা টেকচাঁদের স্ত্রী গত হয়েছেন বহু বছর আগে।
আরও পড়ুন-ড্র করে মেজাজ হারালেন রোনাল্ডো
নিঃসন্তান টেকচাঁদ থাকেন একটি জরাজীর্ণ কুঁড়েঘরে। বয়সের ভারে কাজ করার ক্ষমতা হারিয়েছেন। সম্বল বলতে সরকারের দেওয়া মাসিক ৬০০ টাকার পেনশন। যা দিয়ে জীবনযাপন করা অসম্ভব। তাই মাসের অধিকাংশ দিনই দু’বেলা দুমুঠো খাবারের জন্য প্রতিবেশীদের দুয়ারে দুয়ারে কড়া নাড়তে হয় তাঁকে। ভাগ্য ভাল থাকলে কোনও দিন খাবার জোটে। নইলে অনাহার।