বাসুদেব ভট্টাচার্য, জলপাইগুড়ি: সকালে বাজারে গেলে ফল বিক্রি করতে দেখা যাবে তাঁকে। বেলায় ইনি চলে যান গ্রাম পঞ্চায়েত দফতরে। শোনেন মানুষের অসুবিধা। তারপরই লেগে পড়েন সমাধানে। নাম শঙ্কর রায়। তৃণমূল কংগ্রেসের টিকিটে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য। প্রথমে তিনি খবরের কাগজ বিক্রি করতেন। তখনও তিনি পঞ্চায়েত সমিতির সদস্য। সময়ের অভাবে এখন তিনি ময়নাগুড়ি বাজারে ফল বিক্রি করেন।
আরও পড়ুন-আর্থিক প্রতারণায় ধৃত বিজেপি নেতা
সকাল আটটা বাজতেই দোকান খুলে বসেন তাও আবার বাজারে ঢোকার রাস্তায় ওপর, নিজস্ব দোকানও নেই তাঁর। প্রতিদিন দুপুর ১২টা পর্যন্ত তিনি দোকানদারি করে বাড়ি চলে যান। কারণ বাকি সময়টা তিনি তাঁর এলাকার মানুষদের জন্য ব্যয় করেন। যাঁরা তাঁকে ভোট দিয়ে পঞ্চায়েত সমিতিতে পাঠিয়েছেন তাঁদের জন্য তিনি সময় ও দেন। আবার যেদিন পঞ্চায়েত সমিতির মিটিং থাকে সেদিন দোকানদারি করা হয় না। কারণ ময়নাগুড়ি বাজার থেকে তাঁর বাড়ি ৪ কিমি দূরে। তাই সময়ের কারণে ওই দিনগুলিতে দোকানদারি করা হয়ে ওঠে না। ২০১৩ সাল থেকে তিনি পঞ্চায়েত সমিতির সদস্য। ২০১৮ সালে ফের তিনি ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির উত্তর মৌয়ামারি আসন থেকে নির্বাচিত হন। বর্তমানে তিনি এই পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ। শঙ্করবাবু বলেন, সংসার চালাতে ফল বিক্রি করি। সাধারণ মানুষের পাশে থাকা কর্তব্য।