প্রতিবেদন : উৎসবের মরশুমে শুরুতেই ফের একবার বাড়ল রান্নার গ্যাসের দাম। এই নিয়ে পরপর চার মাস রান্নার গ্যাসের দাম বাড়ল। বুধবার মহালয়ার দিনে রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম বাড়ল ১৫ টাকা। ফলে চলতি মাসে একটি সিলিন্ডার কিনতে সাধারণ গ্রাহককে দিতে হবে ৯২৬ টাকা। কেন্দ্র ভরতুকি দেওয়া ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে। তেল সংস্থাগুলির সাফাই, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়ার কারণেই তারা দাম বাড়াতে বাধ্য হয়েছে।
আরও পড়ুন-উত্তরপ্রদেশ কি পাকিস্তান? বিজেপিকে তোপ শিবসেনার
কিছুদিন আগেই বেড়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম অক্টোবরে হয়েছে ১৮০৫.৫০ টাকা। গ্যাসের পাশাপাশি এদিন পেট্রোল ও ডিজেলের দামও বেড়েছে। বুধবার প্রতি লিটার পেট্রোলের দাম ২৯ পয়সা বেড়েছে। এদিন কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম হয় ১০৩.৬৫ টাকা। প্রতি লিটার ডিজেলের মূল্য বেড়েছে ৩৬ পয়সা। ফলে বুধবার কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম হয়েছে ৯৪.৫৩ টাকা। রান্নার গ্যাস ও জ্বালানির দাম বৃদ্ধির তীব্র বিরোধিতা করে জনবিরোধী বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। উৎসবের মরশুমে সাধারণ মানুষকে বিপাকে ফেলার বিরুদ্ধে সর্বস্তরে জনমত গড়ে তোলার ডাক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বিধানসভা ভোটের আগে ডবল ইঞ্জিন সরকার গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ওরা ক্ষমতায় থাকলে কী হয় তা নিত্যদিন বুঝতে পারছেন জনগণ।