প্রতিবেদন : বিজেপি ও সংঘের মাতব্বররা গোমূত্র পানের নানা উপকারিতা নিয়ে যেসব প্রচার করে থাকে তার সঙ্গে যে বিজ্ঞানের কোনও সম্পর্ক নেই তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। স্বঘোষিত গোরক্ষকরা গোমূত্র নিয়ে রাজনীতি করার ফন্দি করলেও ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা যা জানালেন তাতে কার্যত মুখ পুড়ল গেরুয়া শিবিরের। গোমূত্র নিয়ে গবেষণা চালিয়ে বারেলির ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ ডিপার্টমেন্টের গবেষকরা একটি রিপোর্ট পেশ করেন।
আরও পড়ুন-ভারতের উপর চাপ বৃদ্ধির কৌশল, ডোকলামে ফের সেনা ছাউনি লালফৌজের
সেখানে বলা হয়েছে, গোমূত্র মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে একাধিক ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে যা থেকে কঠিন অসুখ হতে পারে। গত জানুয়ারিতে গুজরাতের এক আদালতের বিচারক গোমূত্রের গুরুত্ব বুঝিয়ে মন্তব্য করেন। কিন্তু আইভিআরআই স্পষ্ট করে দিয়েছে, গোমূত্র কখনওই মানুষের পান করার উপযুক্ত নয়। গবেষকরা বলছেন, গোমূত্রে এসচেরিচিয়া কোলি নামের একটি ব্যাকটেরিয়া অতি সক্রিয় মাত্রায় থাকে। এর ফলে পাকস্থলীর কঠিন অসুখ হতে পারে। একইসঙ্গে মহিষের মূত্র পরীক্ষাতেও এই তথ্য উঠে এসেছে। গবেষকদের মধ্যে ছিলেন আইভিআরআইয়ের পশু ও প্রাণী বিশেষজ্ঞ ভোজ রাজ সিং ও তিন পিএইচডি পড়ুয়া। রিপোর্ট প্রকাশ্যে আসার পর মুখ পুড়ল স্বঘোষিত গোরক্ষকদের।