প্রতিবেদন : বাঁশদ্রোণীতে একটি কাঠের গুদামে আগুন। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। দমকল সূত্রে খবর, মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিট নাগাদ বাঁশদ্রোণীর বটতলা বাজারে একটি কাঠের গুদামে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেতেই যায় দমকলবাহিনী। পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে।
আরও পড়ুন-চুনীর নামে গেট, উদ্বোধনে গাভাসকর, পয়লা বৈশাখে মোহনবাগানে উৎসব
পরে আরও কয়েকটি ইঞ্জিন আসে। আশপাশের বাড়িতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে তার জন্য দমকল ওইসব বাড়ি জল দিয়ে ভিজিয়ে দেয়। কীভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন। গুদামে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে আগুন ছড়িয়ে পড়ে গোটা গুদামে। আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে যান বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ও দমকলমন্ত্রী সুজিত বসু। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ ও দমকল।