ভারতে এবার চালু হবে স্লিপার ক্লাস (Sleeper class) বন্দে ভারত এক্সপ্রেস। স্বাভাবিকভাবেই প্রস্তুতি তুঙ্গে। রেল কর্তৃপক্ষ প্রথম দফায় ২০০টি স্লিপার ক্লাস বন্দে ভারত ট্রেনসেট নির্মাণের অর্ডার দিয়েছে। ৮০টি স্লিপার বন্দে ভারতের ট্রেনসেট তৈরি করতে চলেছে টিটাগড় ওয়াগন লিমিটেড এবং BHEL-এর একটি কনসর্টিয়াম ।
আরও পড়ুন-ভোরবেলা কেঁপে উঠল বিহার, উৎস্থল শিলিগুড়ি
২০০টি স্লিপার ক্লাস বন্দে ভারত ট্রেনসেটের মধ্যে ১২০টি ট্রেনসেট তৈরি করবে রেল বিকাশ নিগম লিমিটেড এবং রাশিয়ার ট্রান্সমাসহোল্ডিং। প্রতিটি ট্রেনসেটের জন্য ১২০ কোটি টাকা করে বিড করেছে। ৮০টি ট্রেনসেট বানাতে সেই বিডকে ‘ম্যাচ’ করতে হত টিটাগড় ওয়াগন লিমিটেড এবং ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেডের কনসর্টিয়ামকে।
আরও পড়ুন-দিনের কবিতা
রেল বিকাশ নিগম লিমিটেড এবং রাশিয়ার ট্রান্সমাসহোল্ডিংয়ের বিডকে ‘ম্যাচ’ করেই প্রতি ট্রেনসেট ১২০ কোটির বিনিময়ে বানাবে টিটাগড় ওয়াগন লিমিটেড এবং ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেডের কনসর্টিয়াম। এছাড়াও আগামী ৩৫ বছর সেই ট্রেনগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব টিটাগড় ওয়াগন লিমিটেড এবং ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেডের কনসর্টিয়াম নিচ্ছে।
আরও পড়ুন-রোহিতের দাপটে প্রথম জয় মুম্বইয়ের
৮০টি স্লিপার ক্লাস বন্দে ভারত তৈরির জন্য রেল বোর্ডের থেকে ৯৬০০ কোটি টাকা পাবে টিটাগড় ওয়াগন লিমিটেড এবং ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেডের কনসর্টিয়াম।