নয়াদিল্লি, ১২ এপ্রিল : টানা দু’টি হারের পর দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে চলতি আইপিএলে প্রথম জয়ের মুখ দেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। সবথেকে বড় কথা, রানে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। দিল্লির বিরুদ্ধে ৪৫ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন হিটম্যান।
তৃপ্ত রোহিত বলছেন, ‘‘এই ম্যাচটা যেভাবেই হোক জিততে চেয়েছিলাম। শেষ পর্যন্ত সেটা হওয়ায় খুশি। রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে কাজে লাগাতে চেয়েছিলাম। কারণ ম্যাচ যত গড়াবে, পিচ ততই স্লো হবে জানতাম। তাই প্রথম ছ’ওভার যত বেশি সম্ভব রান স্কোরবোর্ডে তুলে রাখছে চেয়েছিলাম।’’ এই ম্যাচেও ব্যাট হাতে নজর কেডে়ছেন মুম্বইয়ে বাঁহাতি ব্যাটার তিলক ভার্মা। তিনি ২৯ বলে ৪১ রান করেন।
রোহিতের (Rohit Sharma) বক্তব্য, ‘‘তিলকের সঙ্গে আমার পার্টনারশিপটা খুব ভাল হয়েছে। যা জয়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমাদের দলটা তরুণ খেলোয়াড়ে ভর্তি। অনেকেই এই প্রথমবার আইপিএল খেলছে। তাই ওদের উপর আস্থা রাখাটা জরুরি ছিল। অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব ড্রেসিংরুমের পরিবেশ সুস্থ এবং স্বাভাবিক রাখা। সেটাই করছি।’’ এদিকে, রোহিতের ফর্মে ফেরা মুম্বই দলের জন্য ইতিবাচক ঘটনা বলেই মনে করছেন রবি শাস্ত্রী। তাঁর মন্তব্য, ‘‘রোহিতকে চেনা ছন্দে ব্যাট করতে দেখে ভাল লাগল। এটা দলের জন্য ইতিবাচক। কোনও সন্দেহ নেই, অধিনায়কের ফর্ম মুম্বইয়ের ড্রেসিংরুমে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।’’ একই সঙ্গে তিলকের প্রশংসা করে শাস্ত্রী বলেন, ‘‘তিলক দারুণ প্রতিভাবান। আগামী ছ’মাসের মধ্যে ওকে জাতীয় দলে দেখতে না পেলে আমি সত্যিই অবাক হব।’’
আরও পড়ুন- ভারতের সবচেয়ে ‘দরিদ্র’ মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়
এদিকে, বুধবারের ম্যাচে দুই স্পিনার নিয়ে খেলেছে মুম্বই। প্রায় শুরুতেই তিনি স্পিনারদের হাতে বল তুলে দেন। যা নিয়ে রোহিতের বক্তব্য হল, তিনি দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার সেই অভিজ্ঞতা এখানে কাজে লাগিয়েছেন। ‘‘জানতাম বল ঘুরবে। তাছাড়া এখানকার উইকেট বেশ স্লো।’’ বক্তব্য রোহিতের।