মোহালি, ১২ এপ্রিল : দুটো দলই আগের ম্যাচে হেরেছে। পাঞ্জাব কিংস ৮ উইকেটে হেরেছে সানরাইজার্স হায়দরাবাদের কাছে। গুজরাট টাইটান্স (Gujarat Titans- Punjab kings) হেরেছে কলকাতা নাইট রাইডার্সের কাছে। দুটো দলই এই হারের ধাক্কা সামলে জয়ের খোঁজে বৃহস্পতিবার পরস্পরের মুখোমুখি হচ্ছে। তবে লিগ টেবলের দিকে তাকালে গুজরাটকে সামান্য এগিয়ে দেখা যাচ্ছে। তিনটি ম্যাচ খেলে তারা জিতেছে দুটিতে।
মোতেরায় শেষ ওভারে পাঁচ ছক্কায় গুজরাট টাইটান্সের (Gujarat Titans- Punjab kings) মুখের গ্রাস ছিনিয়ে নেন রিঙ্কু সিং। অবিশ্বাস্য ছক্কায় আইপিএলে নতুন ইতিহাস রচনা করেছেন কেকেআর ব্যাটার। নাইটদের বিরুদ্ধে অসুস্থতার জন্য খেলতে পারেননি হার্দিক পাণ্ডিয়া। তাঁর জায়গায় রশিদ খান দলকে নেতৃত্ব দেন। এই ম্যাচে হ্যাটট্রিক করে রশিদ কেকেআরকে চাপে ফেলে দিলেও শেষপর্যন্ত রিঙ্কুর দাপটে জিতেছে নাইটরাই।
আরও পড়ুন: ক্যাপ্টেন কুল ২০০ কীর্তি গড়ে ধোনির মুখে পরিবর্তনের কথা
শুভমন গিল, সাই সুদর্শন ও বিজয় শঙ্কর সব ম্যাচে ভাল খেলছেন। সাইয়ের ব্যাটে রান আসছে নিয়মিত। রশিদও ভাল বল করছেন। ঠিক যেভাবে নতুন বলে প্রতিপক্ষকে ধাক্কা দিচ্ছেন মহম্মদ শামি। কিন্তু প্রথম ম্যাচে খুব ভাল খেলার পর হার্দিকরা মোমেন্টাম হারিয়ে ফেলেছেন। এই মুহূর্তে তারা চার পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে রয়েছে। গতবারের চ্যাম্পিয়নদের দৌড়ে টিকে থাকতে গেলে মোহালিতে জিততে হবে।
পাঞ্জাবের জন্য ভাল খবর এটাই যে অধিনায়ক শিখর ধাওয়ান খুব ভাল ফর্মে আছেন। আগের তিন ম্যাচে তাঁর রান ৯৯ নট আউট, ৮৬ ও ৪০ রান। সুতরাং ধাওয়ানের ফর্ম হার্দিকের দলের কাছে শক্ত চ্যালেঞ্জ। অর্শদীপ সিং, নাথান এলিস ভাল বল করছেন। যেমন স্যাম কারেন এবং জিতেশ শর্মাও। পাঞ্জাবের জন্য অ্যাডভান্টেজ এটাই যে তাদের দলে কারেন, সিকান্দার রাজার মতো অলরাউন্ডার রয়েছে।