দোহা, ১৩ এপ্রিল : দীর্ঘ বিরতির পর ডায়মন্ড লিগ দিয়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ফিরছেন নীরজ চোপড়া। আগামী ৫ মে দোহায় শুরু হবে ডায়মন্ড লিগ। তাতে গতবারের জ্যাভলিন চ্যাম্পিয়ন নীরজ ছাড়াও অংশ নেবেন একঝাঁক তারকা।
তাই খেতাব ধরে রাখার লড়াইটা রীতিমতো কঠিন নীরজের। কারণ তাঁকে লড়তে হবে বিশ্ব চ্যাম্পিয়ন তথা গ্রনাডার জ্যাভলিন থ্রোয়ার অ্যান্ডারসন পিটার্স, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন জুলিয়ান ওয়েবার, টোকিও অলিম্পিকে রুপোজয়ী জাকুব ভাদলেজচ, ২০১২ লন্ডন অলিম্পিকে সোনাজয়ী কেশর্ন ওয়ালকট এবং ২০১৬ রিও অলিম্পিকে রুপোজয়ী জুলিয়াস ইয়েগোর মতো তারকাদের সঙ্গে।
আরও পড়ুন-আয়কর দফতরের পর বিবিসিকে হেনস্তা করতে তৎপর হল ইডি
এদিকে, আগামী বছরের প্যারিস অলিম্পিকের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন নীরজ। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অলিম্পিক সোনাজয়ীর লক্ষ্য, ৯০ মিটার দূরত্ব অতিক্রম করা। এই মুহূর্তে নিজের কোচিং স্টাফদের সঙ্গে তুরস্কে ট্রেনিং করছেন নীরজ।