প্রায় ৩৪ বছর আগে যাত্রা শুরু বলিউডের ভাইজানের। এতগুলো বছর দাপটের সঙ্গে অভিনয় করেছে তার এক-একটি ছবি টিনসেল টাউনে ঝড় তোলে। তিনি বলিউডের প্রিয় ভাইজান সলমন খান। আবার তাঁকে নিয়ে মেতে উঠল ভক্তরা কারণ খুশির ইদের আগেই ভক্তদের জন্য তাঁর আগাম উপহারের কথা ঘোষণা করে ফেলছেন। সেই উপহারটা হল তাঁর প্রযোজিত এবং অভিনীত আপকামিং মুভি ‘কিসি কা ভাই কিসি কি জান’। এমন ইদি পেয়ে দারুণ খুশি তাঁর ফ্যানরা। শীঘ্রই রিলিজ হবে এই ব্লক বাস্টার মুভি। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল এই ছবির ট্রেলার লঞ্চের কথা। দেখতে দেখতে এসেও গেল সেই ঝলমলে মুহূর্ত। সম্প্রতি বেশ সাড়ম্বরে ছবিটির ট্রেলার লঞ্চ হল। সাল্লু ভাইয়ের ছবির ট্রেলার একটা আলাদা উত্তেজনা ছড়াবে তা বলাই বাহুল্য। ট্রেলারটি লঞ্চের পর একঘণ্টায় ১.৭ মিলিয়ন দর্শক দেখে ফেলেছিলেন। ভাইজানকে দেখার জন্য ভক্তদের অধীর অপেক্ষার অবসান হল এবার। আগামী ২১ এপ্রিল ইদের ঠিক আগের দিন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan) ছবিটি।
ট্রেলারেই আঁচ পাওয়া গেল এতটুকু বদলাননি সলমন ভাইজান। সেই স্বভাবসিদ্ধ ভঙ্গি, সেই ডায়লগ, সেই অ্যাকশন সরল প্রেম আর মারকাটারি অ্যাকশন। ট্রেলারের শুরুতে তাঁর মুখে শ্রীমদ্ভাগবদগীতার প্রথম অধ্যায়ের দুটো শ্লোক শুনেই আন্দাজ করা যাচ্ছিল এক নতুন অবতারে হাজির হতে চলেছেন তিনি এই ছবিতে। এক নতুন কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে অবতরণ ঘটবে ভাইজানের।
এই ছবিটি ২০১৪ সালের তামিল চলচ্চিত্র ‘ভিরাম’ -এর হিন্দি রিমেক। দক্ষিণের ছবির হিন্দি রিমেক নতুন কোনও ঘটনা নয়। এতে প্রথম একটি দক্ষিণ ভারতীয় চরিত্রে অভিনয় করছেন সাল্লু। ছবির গল্পটা হল, ভাইজান (সলমন খান) তার চারভাইয়ের সঙ্গে থাকে। সে খুব সাহসী এবং সৎ মানুষ। যখনই তার ভাইদের কোনও সমস্যা হয়— কেউ তাঁদের সঙ্গে ঝগড়া ঝামেলা করে ভাইজান ভাইদের হয়ে বদলা নেয়। ভাইজান বিয়ে করতে চায় না কারণ সে মনে করে কোনও মহিলা সংসারে এলেই অশান্তি শুরু হবে। অথচ তার ভাইরা চায় সে বিয়ে করুক। এদিকে ভাইজানের এলাকায় গুন্ডা পেটানোয় তাঁর যথেষ্ট নামডাক। এরপর তার জীবনে আসে একটি মেয়ে। যে আসার পর ভাইজান নিজেকে বদলাতে চায়। এরপর কাহিনিতে রয়েছে অনেক অজানা ট্যুইস্ট এবং চমক যা হল-এ গিয়ে দেখতে হবে।
আরও পড়ুন- কংগ্রেসের অবস্থানে বিধায়ক গরহাজির
ছবিতে সলমনের বিপরীতে রয়েছেন তাঁর অর্ধেক বয়সের অভিনেত্রী পূজা হেগড়ে । পূজার সঙ্গে সলমনের রোমান্স, নাচাগানা নিয়ে নেট মহলে কটাক্ষ থাকলেও সলমন আর পূজা কিন্তু চুটিয়ে রোমান্স দৃশ্যে অভিনয় করেছেন। কোথাও দুজনকে বেমানান লাগেনি। এই প্রথম পূজার সঙ্গে কাজ করছেন তিনি।
‘পাঠান’-এ শাহরুখের বাদশাহি কামব্যাকের পরেই এবার সলমনের বাদশাহি কামব্যাক হবে ‘কিসি কি ভাই কিসি জান’ ছবির মাধ্যমে এমনটাই আশা তাঁর অগুন্তি ভক্ত এবং নেটিজেনদের। এর আগে ভাইজান পাঠানেও ছিলেন একটি ক্যামিও রোলে। ট্রেলারটি জুড়ে সলমনোচিত স্টাইলেই অবতীর্ণ ভাইজান। এখানে সাল্লু সবার ভাই হলেও জান কিন্তু একজনেরই তিনি হলেন অভিনেত্রী পূজা হেগড়ে। ছবির ট্রেলারে একঝলকের জন্য দেখা গিয়েছে বক্সার বিজেন্দ্র সিংকে। ২০১২ সালে লন্ডনে সামার অলিম্পিকের ব্রোঞ্জ মেডেলিস্ট বিজেন্দ্র সিং ভারতীয় ক্রীড়া জগতে অতি পরিচিত একটি নাম। তিনি আগেও অভিনয় করেছেন তবে এই প্রথম এত বড় একজন অভিনেতার সঙ্গে কাজ করলেন।
সলমন ভাই যে ছবির হিরো সে ছবির ৯০ শতাংশ জুড়েই তিনি থাকবেন সেটাই স্বাভাবিক। পুরোদস্তুর অ্যাকশন প্যাক এই মুভি সঙ্গে রোমান্স, ডায়লগ, সুপারহিট গান— সবমিলিয়ে জমজমাটি একটা ব্যাপার। সলমনের লুক এই ছবিতে বেশ অভিনব। দুটো লুকে দেখা যাবে তাঁকে একটা লম্বা চুল আর দাড়ি অপরটি শার্প কামানো গাল, ছোট চুল। লুক নিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছেন তিনি যেটা বেশ চমকপ্রদ।
ছবির পরিচালক ফারহাদ সামজি হিন্দি বাণিজ্যিক ছবির সব মাল-মশলাই রেখেছেন এই ছবিটিতে। ছবিতে রয়েছেন বিগ বস খ্যাত শেহনাজ গিল। এটা তাঁর বড়পর্দায় ডেবিউ ছবি। এই ছবির প্রযোজক স্বয়ং সলমন খান। সলমন খান ফিল্মস। শোনা গেছে গল্পে অনেক পরিবর্তন এনেছেন তিনি। সলমন খান, পূজা হেগড়ে, শেহনাজ গিল, বিজেন্দ্র সিং ছাড়াও ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ভেঙ্কটেশ দাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়েল, অভিমন্যু সিং, পলক তিওয়ারি, ভূমিকা চাওলা, ভিরালি ভটনাগর প্রমুখ।
ছবির ভিলেন বা নেগেটিভ রোল প্লে-তে রয়েছেন জগপতি বাবু যিনি দক্ষিণের ছবির নামকরা তারকা। জগপতি বাবুর ৩৩ বছরের কেরিয়ারে ১৭০টি ছবিতেই তাঁকে দেখা গেছে। হিন্দি ছবির অডিয়েন্স এবার তাঁর অভিনয়-মুগ্ধ হবেন এমনটাই আশা করা যাচ্ছে।
আর একটা চমক হল ছবিতে স্পেশাল অ্যাপিয়ারেন্সে বা বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন ‘আর আর আর’ খ্যাত অভিনেতা রামচরণ। ছবির পাঁচটি গান দর্শক মহলে সুপারহিট হয়েছে। যার মধ্যে ইয়েনতাম্মা গানটিতে রয়েছেন রামচরণ। ছবিটির অপর নতুন গান ‘নাইয়ো লাগদা’। হিমেশ রেশমিয়ার সুরে গানটি গেয়েছেন কামাল খান ও পলক মুচ্ছল। গানের কথা লিখেছেন সাব্বির আহমেদ। গানটি রিলিজ হয়েছিল ফেব্রুয়ারি মাসেই। সেই গানে সলমন খানের একটি নাচের স্টেপ নিয়ে তুমুল চর্চা হয়েছে নেটমহলে।
প্রথমদিকে এই ছবির নামকরণ হয়েছিল কাভি ইদ কাভি দীপাবলি কিন্তু বিতর্ক এড়াতে পরে তা বদলে ‘কিসি কা ভাই কিসি কি জান’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan) নামে অফিসিয়াল নামকরণ করা হয়। তখনই ছবির গল্পে কিছু পরিবর্তন আনা হয়। বলিউড কা ভাই সলমন দর্শদের আশা কতটা পূরণ করে সেটাই দেখার।