প্রতিবেদন : রাজ্যে আসন্ন বিধানসভা উপনির্বাচনে একতরফা প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। কংগ্রেসের সঙ্গে কার্যত ইতি টেনেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বাম নেতারা। তার ইঙ্গিতও দিয়েছেন বিমান বসু। তবে এক্ষেত্রে কিছুটা নরম মনোভাব দেখালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সূত্রের খবর, চারটি কেন্দ্রের মধ্যে একমাত্র নদিয়ার শান্তিপুর আসনে প্রার্থী দেবে কংগ্রেস। দিনহাটা, খাড়দহ ও গোসাবায় কোনও প্রার্থী দেবে না তারা।
আরও পড়ুন : দিনহাটায় তৃণমূলের উদয়ন, শান্তিপুরে ব্রজকিশোরের মনোনয়ন পেশ
বরং, ওই তিন আসনে বাম প্রার্থীদের সমর্থন করবে কংগ্রেস। আসলে শান্তিপুর ছাড়া বাকি তিন কেন্দ্রে গ্রহণযোগ্য প্রার্থীই খুঁজে পাচ্ছে না কংগ্রেস। ফলে জামানত বাজেয়াপ্ত নিশ্চিত। তাই কোনও ঝুঁকি নিতে চায় না প্রদেশ কংগ্রেস। আর কংগ্রেসের এমন দ্বিচারিতা দেখে অনেকেই কটাক্ষ করে বলছেন, “জোট নাকি ঘোঁট”!
West bengal by poll-shantipur-leftfront-congress