এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal-CBI) তলব করল সিবিআই। মোদি জমানায় এই প্রথম কোনও মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করল। আবগারি দুর্নীতি মামলা মদের লাইসেন্স দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে (Manish Sisodiya)। এবার তলব খোদ মুখ্যমন্ত্রীকে। রবিবারই কেজরিওয়ালকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে। কেন্দ্রের বিরোধী দলগুলিকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগ বারবার জানিয়েছে তৃণমূল। একইসঙ্গে এই অভিযোগ জানায় আম আদমি পার্টিও। সিসোদিয়ার গ্রেফতারের পরেই কেজরিওয়ালও জানিয়েছিলেন, সিবিআই তাঁকেও ডাকতে পারে। টুইটে দিল্লি মুখ্যমন্ত্রী লেখেন, “আমি জেলে যাওয়ার জন্য তৈরি”। এবার তাঁকে তলব করল সিবিআই (Arvind Kejriwal- CBI)।
আরও পড়ুন: রাজ্যপালের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন প্রসঙ্গে কী বলছেন শিক্ষামন্ত্রী?