মালদহে দশ হাজারের বেশি পড়ুয়াকে শিক্ষাশ্রী সুবিধা

চলতি নতুন আর্থিক বর্ষে এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে নাম নথিভুক্তকরণের কাজ শুরু হয়ে গিয়েছে

Must read

সংবাদদাতা, মালদহ : ২০২৩ অর্থবর্ষে মালদহ জেলার হবিবপুর ব্লকে শিক্ষাশ্রীর সুবিধা পেয়েছে ১০,২০০ জন পড়ুয়ারা। স্থানীয় ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ব্লকের আইহো, ঋষিপুর, বুলবুলচণ্ডী-সহ মোট ১১টি গ্রাম পঞ্চায়েত মিলিয়ে গড়ে ৯৩০ জন পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সম্প্রতি ৮০০ টাকা করে দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সংখ্যার জাতিগত পড়ুয়াদের মধ্যে এসটি ৩,৫০০ এবং এসসি ৬,৭০০ জন পড়ুয়া প্রকল্পের সুবিধা পেয়েছে।

আরও পড়ুন-নাম না করে স্পিকারের তোপ সেই বিচারপতিকে

শুধু তা-ই নয়, চলতি নতুন আর্থিক বর্ষে এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে নাম নথিভুক্তকরণের কাজ শুরু হয়ে গিয়েছে। পড়ুয়ারা ব্যাপক উৎসাহের সঙ্গে সেই ফর্ম পূরণও করছে। এ-নিয়ে সুবিধা-প্রাপক পড়ুয়া ও অভিভাবকরা ব্যাপক খুশি। তারা রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। মূলত আর্থিকভাবে পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জন্যই রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্প করা হয়েছে। হবিবপুরের অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক অতীন বাগচী বলেন, রাজ্য সরকার নানা প্রকল্প গড়ে পড়ুয়াদের পাশে থাকছে। এই প্রকল্পে সরকার পড়ুয়াদের বছরে ৮০০ করে টাকা দেয়। আমাদের ব্লকে ১০ হাজারের বেশি পড়ুয়া এই টাকা খুব সম্প্রতি পেয়েছে। নতুন করে দুয়ারে সরকারে আরও পড়ুয়া ফর্ম পূরণ করছে। আগামী দিনে তারাও এই প্রকল্পের সুবিধা পাবে।

Latest article