প্রতিবেদন : তীব্র গরম (Summer) থেকে বাঁচাতে চিড়িয়াখানার পশু-পাখিদের জন্য একগুচ্ছ উদ্যোগ নিচ্ছে বন দফতর। রাজ্যের চিড়িয়াখানাগুলিতে ইতিমধ্যেই পশু-পাখিদের স্নান এবং খাদ্য তালিকায় নানা বদল আনা হয়েছে। বাড়ানো হয়েছে পানীয় জলের পরিমাণও। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, আলিপুর, নিউটাউন, ঝাড়গ্রাম, বর্ধমান, শিলিগুড়ির বেঙ্গল সাফারি-সহ চিড়িয়াখানাগুলিতে হাতি, গন্ডার এবং বাঘের স্নানের জন্য চৌবাচ্চার আকার বড় করা হয়েছে। পাখিদের জন্য খাঁচার চারপাশে গোল এলইডি আলোর মতো রিং আকারের জলের পাত্র তৈরি করা হয়েছে। যেখান থেকে ঝরনার মতো জল খাঁচার ভিতর যাচ্ছে তাতে পাখিরা স্নান করছে এবং জল খাচ্ছে। বন দফতরের রক্ষণাবেক্ষণের কারণে প্রবল গরমেও (Summer- Heatwave) কোনও চিড়িয়াখানা থেকে আসেনি পশু বা পাখির মৃত্যুর খবর। তবে কয়েকটি চিড়িয়াখানায় জলের পাইপে ফেরুলের সাইজ ছোট হওয়ায় সরু আকারে জল পড়ছে, এতে অসুবিধে হচ্ছে। এরমধ্যে কলকাতার আলিপুর এবং নিউটাউন চিড়িয়াখানা ও শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে এমন অসুবিধা দেখা দিয়েছে। দ্রুত এই সমস্যার সমাধান করতে ইতিমধ্যেই আলিপুর চিড়িয়াখানার জন্য কলকাতা পুরসভা, নিউটাউন-এর জন্য বিধাননগর পুরসভা এবং বেঙ্গল সাফারি জন্য শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে চিঠি পাঠানো হয়েছে। বনমন্ত্রী জানিয়েছেন, পুরসভাগুলিকে চিঠি দেওয়া হয়েছে এবং দ্রুত এই সমস্যারও সমাধান হবে। গরমে চিড়িয়াখানাগুলিতে আরও কোন সমস্যা রয়েছে কি না তা খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শন করবেন বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন- মানুষ চান না উত্তরপ্রদেশ হোক বাংলা : ফিরহাদ