সংবাদদাতা, শিলিগুড়ি : ফের সেবক-রংপো রেলপথ তৈরি করতে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। আহত হয়েছে আরও দুজন। সোমবার সেবক রংপো রেলপথ তৈরি করার সময় ১০ নম্বর টানেলে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শঙ্কর বর্মন নামে এক জেসিবি চালকের। এছাড়াও দুই শ্রমিক গুরুতর ভাবে আহত হয়েছে। তাদের কালিংপঙ জেলার রম্ভী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন-বিজেপির বাধায় করা যাচ্ছে না মানিকতলার নির্বাচন
রেল সূত্রে জানা গেছে টানেলের উপরে মাইনিংয়ের কাজ চলছিল। সেই সময় নিচে জেসিবি চালাচ্ছিল শঙ্কর। জেসিবির উপরে বড় বোল্ডারের চাঁই পড়ে যায়। তাতে সে আহত হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানায়। মৃত শঙ্করের বাড়ি কোচবিহার জেলায়। আহত দুজনের নাম শঙ্কর টুডু ও দীপক সিংহ। তাদের বাড়ি ঝাড়খন্ড ও বিহারে। দুর্ঘটনার সময় ওই টানেলের পাথর কাটার কাজ করছিলেন শঙ্কর টুডু এবং দীপক সিংহ নামে দুই কর্মী। পাথরের ঘায়ে তাঁরা জখম হয়েছেন।