প্রতিবেদন : ভাষণে ঘৃণা, হিংসা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং বিজেপি নেতা পরবেশ বর্মার বিরুদ্ধে। সারা দেশজুড়ে এই দুই বিজেপি নেতার বিরুদ্ধে নিন্দার ঝড় বইলেও পুলিশ ছিল নীরব দর্শক। এমনকী, এই দুই নেতাও ক্ষমা চাননি। ঘটনার প্রায় তিন বছর পর সোমবার সুপ্রিম কোর্ট এ বিষয়ে দিল্লি পুলিশের বক্তব্য জানতে চাইল।
আরও পড়ুন-সারুল পুজোয় প্রকৃতির আরাধনা জঙ্গলমহলে
সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম জোসেফ এবং বিচারপতি বিভি নাগরত্নার বেঞ্চ স্পষ্ট বলেছে, নিম্ন আদালতের ওই সিদ্ধান্ত একেবারেই সঠিক ছিল না। কেন এফআইআর নেওয়া হয়নি তা জানাতে হবে পুলিশকে। সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিশ্চিতভাবেই কেন্দ্রের বিজেপি সরকারের পক্ষে লজ্জাজনক।
ওই ঘটনার পর অনুরাগ ও পরবেশের বিরুদ্ধে পুলিশ এফআইআর নিতে চায়নি। ওই ঘটনায় অনুরাগ ও পরবেশের বিরুদ্ধে মামলার আর্জি জাননো হয়েছিল।