মৎস্য দফতর জলাশয়গুলি লিজে দেবে

মাছের জোগানের পাশাপাশি মৎস্য দফতরের আয় বাড়াতে সচেষ্ট হল রাজ্য সরকার।

Must read

প্রতিবেদন : মাছের জোগানের পাশাপাশি মৎস্য দফতরের আয় বাড়াতে সচেষ্ট হল রাজ্য সরকার। সরকারের বিভিন্ন দফতরের হাতে থাকা পাঁচ একর বা তার বেশি আয়তনের খাস জলাশয় মৎস্য দফতরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। নবান্ন সূত্রে খবর, মৎস্য দফতর মাছ চাষের জন্য নিয়ম মেনে জলাশয়গুলি লিজ দেবে। এর ফলে মাছ উৎপাদন বাড়বে। পাশাপাশি লিজ দিয়ে রাজ্য সরকারের আয়ও বাড়বে।

আরও পড়ুন-গান্ধীহত্যা, গুজরাত দাঙ্গা ‘ছোট বিষয়’ বলে পাঠ্যসূচি থেকে বাদ হয়েছে, নির্লজ্জ সাফাই এনসিইআরটির

প্রশাসনিক সূত্রে জানা গেছে, এখন বেশিরভাগ জলাশয়ই বেদখল হয়ে রয়েছে। অনেকে সেখানে মাছচাষও করছেন। অথচ সরকারি জলাশয় হওয়া সত্ত্বেও সেখান থেকে সরকারের কোনও আয় হচ্ছে না। তাই ওই সব জলাশয়ের স্থায়ী বিলি-বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-ফোর-পাস রাজার হাতে দেশ! মোদিকে তীব্র আক্রমণ কেজরির

অন্যদিকে, এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে। সমবায় কৃষি-সহ বিভিন্ন দফতরে শূন্য পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Latest article