লন্ডন, ১৮ এপ্রিল : প্রিমিয়ার লিগের খেতাবি দৌড় থেকে অনেক আগেই ছিটকে গিয়েছে। তবে মরশুমের শেষ দিকে ছন্দে লিভারপুল (Liverpool vs Leeds United)। সোমবার রাতে ইপিএলের ম্যাচে লিডস ইউনাইটেডকে ৬-১ গোলে বিধ্বস্ত করল গতবারের রানার্স-আপরা। দু’টি করে গোল করলেন মহম্মদ সালাহ ও দিয়েগো জোতা। একটি করে গোল কোডি গাকপো এবং ডারউইন নুনেজের। অ্যাওয়ে ম্যাচের ৩৫ মিনিটে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন ডাচ উইঙ্গার গাকপো। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই লিডসের হয়ে ব্যবধান কমিয়েছিলেন লুইস সিনিস্টেরা। কিন্তু খোঁচা খাওয়া বাঘের মতো বিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে আরও চার-চারটি গোল চাপিয়ে দেয় লিভারপুল। ৫২ মিনিটে জোতার গোলে ৩-১। ৬৪ মিনিটে লিভারপুলের (Liverpool vs Leeds United) চতুর্থ গোলটি করেন সালাহ। এরপর ৭৩ ও ৯০ মিনিটে আরও দু’টি গোল করেন যথাক্রমে জোতা এবং নুনেজ।
এই জয়ের সুবাদে ৩০ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের আট নম্বরে রইল লিভারপুল। ম্যাচের পর লিভারপুল কোচ জুরগেন ক্লপ বলেন, ‘‘এই মরশুমের অন্যতম সেরা ম্যাচ খেলল ফুটবলাররা। যা নতুন মরশুমের আমাদের সবাইকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।’’
আরও পড়ুন: ডেথ ওভারে সাফল্যের রহস্য ব্র্যাভোর টিপস, বলছেন ধোনি