তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে বাংলার জেলায় জেলায় হবে ‘সংযোগ যাত্রা’। বরাবরই নীবিড় জনসংযোগে জোর দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পঞ্চায়েত ভোটের আগেও সেই বিষয়েই রূপরেখা তৈরি করে দিয়েছেন তিনি। তীব্র দাবদাহর কথা ভেবে এই কর্মসূচি কদিন পরে করার কথা বলেছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু অভিষেক এখনই কর্মসূচি জানিয়ে ফেলেছেন। ২৫ এপ্রিল থেকে এই ‘সংযোগ যাত্রা’ শুরু হবে।
বাংলার কোণায় কোণায় যাবেন অভিষেকরা (Abhishek Banerjee)। সরকারি পরিষেবা-সহ বাংলার মানুষে চাওয়া-পাওয়া সব কিছুই শুনবেন সংযোগ যাত্রার প্রতিনিধিরা। মানুষের যাতে কষ্ট না হয়, তার জন্য ছোট ছোট সভা হবে। স্থানীয়দের কাছে গিয়ে তাঁদের কথা শুনবেন তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন: পরিকল্পনামাফিক কুৎসা ছড়াচ্ছে বিজেপি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী