ষোলোআনা গেট উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রীর সঙ্গেই ইফতারে আজ উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, সিদ্দিকুল্লা চৌধুরি, মালা রায় সহ স্থানীয় কাউন্সিলররা।

Must read

রাজ্য সচিবালয় নবান্নে সাংবাদিক বৈঠকের পর খিদিরপুরে (Khidderpore) ষোলাআনা মসজিদের গেটের উদ্বোধন এবং সবশেষে ইফতারে যোগদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ বুধবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যের দিকে পৌঁছে যান খিদিরপুরে।

আরও পড়ুন-ভাগলপুর স্টেশনের বাইরে বিজ্ঞাপনের এলইডি স্ক্রিনে হঠাৎ নিষিদ্ধ লেখা চালু

সেখানে ইদের আগাম শুভেচ্ছা জানিয়ে ষোলোআনা মসজিদের গেট উদ্বোধন করে সংখ্যালঘুদের ইদের আগে বিশেষ উপহার বলে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া কালীঘাটে স্কাইওয়াকের কাজ দেরি হওয়ায় ক্ষোভপ্রকাশ করেছেন তিনি। মেয়র ফিরহাদ হাকিমকে এদিন তিনি নির্দেশ দিয়েছেন পিডব্লুউডির থেকে কাজটি কেএমডির হাতে তুলে দিতে। তারপর মুখ্যমন্ত্রী চলে যান দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজিত ইফতারে। রাজ্যে শান্তি সম্প্রীতির জন্য এদিন মুখ্যমন্ত্রী প্রার্থনা করেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গেই ইফতারে আজ উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, সিদ্দিকুল্লা চৌধুরি, মালা রায় সহ স্থানীয় কাউন্সিলররা।

 

Latest article