জয়পুর, ১৯ এপ্রিল : চার বছর পর আইপিএল ফিরল গোলাপি শহরে। ২০১৯-এর পর ক্রিকেটের আসর সোয়াই মান সিং স্টেডিয়ামে। কিন্তু হোম টিম রাজস্থান রয়্যালস হেরে গেল ১০ রানে।
লখনউয়ের ১৫৪/৭ তাড়া করে রাজস্থান ৮৭/০ তুলে ফেলেছিল একসময়। কিন্তু ১০ রানের মধ্যে জয়সওয়াল (৪৪), সঞ্জু (২) ও বাটলারকে (৪০) হারিয়ে চাপে পড়ে যায় তারা। সঞ্জু রান আউট হন অমিত মিশ্রর থ্রোয়ে। এরপর হেটমেয়ার (২) ফিরে গেলে পরিস্থিতি আরও খারাপ হয়। শেষ ওভারে ১৯ রান দরকার ছিল তাদের। কিন্তু আবেশ বল করতে এসে দুই উইকেট নিয়ে রাজস্থানকে আটকে দেন ১৪৪/৬-এ।
আরও পড়ুন-তীব্র গরমে রাজ্য জুড়ে সক্রিয় জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, জলের সমস্যা রুখতে একাধিক পদক্ষেপ
সঞ্জু টসে জিতে ব্যাট করতে পাঠিয়েছিলেন লখনউ সুপার জয়ান্টসকে। তারা ২০ ওভারে তুলে নেয় ১৫৪/৭। এখানকার উইকেটে সবুজের প্রলেপ আছে। রাজস্থান বোলাররা তবু উইকেট থেকে শুরুতে সুবিধা পাননি। পেলে ১০ ওভারে বিনা উইকেটে ৭৯ রান তুলতে পারত না লখনউ। কোনও বোলারই প্রভাব ফেলতে পারেননি।
আরও পড়ুন-মন্ত্রীর জলদান, পুরসভার জলসত্র
শুরুতে বোল্ট, সন্দীপ, হোল্ডার, অশ্বিন ও চাহাল সবাই বেশি রান দেননি। কিন্তু রাজস্থানের দরকার ছিল উইকেট। ফেরাতে হত ওপেনার কে এল রাহুল (৩৯) ও কাইল মেয়ার্সকে (৫১)। সেটা হয়নি। রাজস্থান প্রথম উইকেট পেয়েছে ৮২ রানে। রাহুল ফিরে যান হোল্ডারের বলে। পরের দিকে রান সেভাবে ওঠেনি। শুধু স্টয়নিস ২১ ও পুরান ২৯ রান করেছেন। ২৩ রানে ২ উইকেট অশ্বিনের। কিন্তু শেষ হাসি বরাদ্দ ছিল লখনউয়ের জন্য।