সংবাদদাতা, পাথরপ্রতিমা : পাথরপ্রতিমার ব্রজবল্লভপুরে বিজেপির পাল্টা তৃণমূলের প্রতিবাদসভায় মানুষের ঢল। বৃহস্পতিবারের সভার প্রধান বক্তা ছিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বলেন, সিপিএম-বিজেপির সার্টিফিকেট নিয়ে তৃণমূল মন্ত্রী ও নেতাদের রাজনীতি করতে হয় না। বিজেপি এ রাজ্যে কোথাও নেই। শুধু ইডি-সিবিআইয়ে আছে। বিরোধী দলনেতা শুধু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দিনভর কুৎসা করে বেড়াচ্ছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে এরকম নিম্নমানের বিরোধী দলনেতা আর আসেনি। দিল্লির নেতাদের কাজ হল কুৎসা আর অপপ্রচার। ওঁরা যত অপপ্রচার করেছে, তত তৃণমূলের সমর্থন বেড়েছে। দিদির সুরক্ষাকবচ কর্মসূচি নেওয়া হয়েছে গ্রামের সব মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে। বাংলার দশ কোটি মানুষের কাছে পৌঁছে যাবে তৃণমূল৷
আরও পড়ুন-মারাদোনার মৃত্যুরহস্য, আটজনকে জেরা
সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কুরুচিকর বক্তব্যের তীব্র সমালোচনা করেন। বলেন, ৫৬ কোটি টাকার দুর্নীতির অভিযোগটা পুরোটাই মিথ্যা। ওই কাজে আট কোটি টাকা বরাদ্দ হয়েছে। চ্যালেঞ্জ করছি, আমার এবং আমার পরিবারের কারও দুর্নীতি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব। বিধায়ক সমীর জানার অভিযোগ— বিজেপি, সিপিএম, কংগ্রেস মিলেমিশে একাকার। নিজেদের মধ্যে মারপিট করছে বিজেপি। এক মণ্ডল সভাপতি অভিযোগ করেছেন দলের অন্য কর্মীদের বিরুদ্ধে। এ-ছাড়াও বক্তা ছিলেন সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপি হালদার।