প্রতিবেদন : বিশ্ববিদ্যালয় পরিদর্শনের নামে আবারও বিতর্ক তৈরি করলেন রাজ্যপাল। বৃহস্পতিবার শিক্ষা দফতরকে না জানিয়ে তিনি সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে যান। গরমের জন্য বিশ্ববিদ্যালয় ছুটি চলছে। জরুরি কাজে আসা কিছু কর্মী ও উপাচার্যের সঙ্গে তিনি কথা বলেন। খোঁজখবর নেন পঠনপাঠনের। কিন্তু প্রশ্ন হল, কেন তিনি শিক্ষা দফতরকে আগাম খবর দিলেন না।
আরও পড়ুন-শিশুকে মৃত্যুর মুখ থেকে ফেরাল পিজি
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই বলেছেন, রাজ্যপাল যা করছেন তা ঠিক না। আমার কাছে বিশ্ববিদ্যালয়ের আচার্য মুখ্যমন্ত্রী। এ মর্মে বিলও পাস হয়েছে বিধানসভায়। প্রয়োজনে আবার বিল পাস করব। স্বভাবতই রাজ্যপালের এদিনের সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে যাওয়া নিঃসন্দেহে বিতর্ক তৈরি করল। বেলা ১২টা নাগাদ তিনি বিশ্ববিদ্যালয়ে পৌঁছন এবং উপাচার্য, অধ্যাপক ও কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঘরে গিয়ে তাঁর মূর্তিতে প্রণাম করেন। তিনি আবারও এই বিশ্ববিদ্যালয়ে যাবেন বলে জানিয়েছেন। উপাচার্য অনুরাধা মুখোপাধ্যায় জানান, ২০২৪-এ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ২০০ বছর পূর্তি নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা হয়েছে।