বঙ্গে প্রথম বেঙ্গল সাফারিতে জন্মাল ব্ল্যাক বেয়ার

Must read

রীতিশা সরকার, শিলিগুড়ি: পশ্চিমবঙ্গে প্রথম। বেঙ্গল সাফারি পার্কে জন্মাল হিমালয়ান ব্ল্যাক বেয়ার (Black Bear)। বাংলায় হিমালয়ান ব্ল্যাক বেয়ার বিলুপ্তপ্রায়। উত্তরের মহানন্দা অভয়রণ্য ও দার্জিলিং পদ্মজা নাইডু জুলিজিক্যাল পার্ক ছাড়া তেমন কোথাও নেই। বেঙ্গল সাফারি পার্কে ৫টি হিমালয়ান ব্ল্যাক বেয়ার (Black Bear) আনা হয়েছিল। যার মধ্যে সাফারি পার্ক কর্তৃপক্ষ ধ্রুব ও ফুর্বার মধ্যে ব্রিডিং পদ্ধতির স্থাপনের উদ্যোগ নেয়। সেই উদ্যোগ সফল হয়েছে। তবে প্রথম দিকে ফুর্বা যে সন্তান প্রসব করেছে তা জানতে পারেনি কর্তৃপক্ষ। সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, পরে সিসিটিভি দেখে জানা যায় গত ২৭ মার্চ সন্তান প্রসব করে ফুর্বা। তবে এখনও ছোট্ট হিমালয়ান ব্ল্যাক বেয়ারের চোখ ফোটেনি। সাফারি পার্কে ডিরেক্টর কমল সরকার বলেন, গরম পড়েছে তাই ২৪ ঘণ্টা কুলার চালিয়ে রাখা হচ্ছে। প্রচুর পরিমাণে বরফ দেওয়া হচ্ছে। ফুর্বার সন্তান শুধু তার মায়ের দুধ খাচ্ছে। আর ফুর্বাকে প্রচুর পরিমাণে ফল দেওয়া হচ্ছে। ফলের মধ্যে গুড় আর মধু মেশানো হচ্ছে। ২৪ ঘণ্টা নজর রাখা হচ্ছে। চিকিৎসকরা সব সময় নজর রাখছেন। হিমালয়ান ব্ল্যাক বেয়ারের সংখ্যা বেড়ে হল ছয়।

আরও পড়ুন- নবান্নে DA বৈঠকে মিলল না সমাধান সূত্র

Latest article