সেভিয়া, ২১ এপ্রিল : হ্যারি ম্যাগুয়ের এবং দাভিদ দি গিয়া। একজন দলের অধিনায়ক। অন্যজন দীর্ঘ এক যুগ ধরে গোলপোস্ট সামলাচ্ছেন। অথচ এই দু’জনের জঘন্য ভুলে ইউরোপা কাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেভিয়ার (Man united vs Sevilla) বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচটা দু’গোলে এগিয়েও ২-২ ড্র করে ম্যান ইউ। সেদিন আত্মঘাতী গোল করেছিলেন ম্যাগুয়ের।
বৃহস্পতিবার রাতে ফিরতি লেগের ম্যাচে সেভিয়ার কাছে ০-৩ গোলে হেরে গেলেন এরিক টেন হ্যাগের ফুটবলাররা। ম্যাচের ৮ মিনিটেই ম্যাগুয়েরের মারাত্মক ভুলে পিছিয়ে পড়ে ম্যান ইউ। গোলকিপার দি গিয়াকে ব্যাকপাস করে ফের পাস চেয়েছিলেন ম্যাগুয়ের। কিন্তু ম্যাগুয়েরের পা থেকে বল ছিনিয়ে নেন সেভিয়ার (Man united vs Sevilla) এরিক লামেরা। তিনি পাস বাড়ান অরক্ষিত ইউসেফ এন নেসিরিকে। গোল করতে ভুল করেননি নেসিরি। ৮১ মিনিটে সেভিয়ারে তৃতীয় গোলটির জন্য পুরোপুরি দায়ী দি গিয়া। বক্সের বাইরে বেরিয়ে এসে বল ক্লিয়ার করতে গিয়ে তা তুলে দেন নেসিরির পায়ে। এবার কৃতজ্ঞ চিত্তে গোল করে যান সেভিয়ার মরোক্কান স্ট্রাইকার।
এর আগেই ৪৭ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পেয়ে গিয়েছিল সেভিয়া। ইভান রাটিকিচের কর্নার থেকে হেডে বল জালে জড়িয়ে দেন লোইক বাদে। ম্যান ইউয়ের ভাগ্য ভাল যে, ম্যাচটা আরও বড় ব্যবধানে হারতে হয়নি। বিরতির ঠিক আগে লুকাস ওকাম্পোসের গোল অফসাইডের জন্য বাতিল হয়।
আরও পড়ুন- ছোটদের ডার্বি জয় ইস্টবেঙ্গলের