প্রতিবেদন : নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ধৃত অয়ন শীলের স্ত্রী ও ছেলেকে শুক্রবার দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করল ইডি (Ayan Shil- ED)। তলব পেয়ে শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে যান নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ধৃত অয়ন শীলের (Ayan Shil- ED) স্ত্রী কাকলি শীল ও ছেলে অভিষেক শীল। ইডি সূত্রে খবর, অয়নের বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়ে তাঁর এবং কাকলির নামে দু’টি যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি মিলেছে। পাশাপাশি কাকলির নামে আলাদা অ্যাকাউন্টেরও হদিশ পাওয়া গিয়েছে। সে নিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা। এর আগেও সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে দেখা গিয়েছিল কাকলি শীলকে। ইডি সূত্রে খবর, অয়নের সংস্থা এবিএস ইনফোজোন-এর অন্যতম ডিরেক্টর ছিলেন কাকলি শীল। কাকলির পাশাপাশি শুক্রবার অয়নের ছেলে অভিষেক এবং অয়নের সংস্থার দুই কর্মচারীকেও তলব করেছিল। ইডির একটি সূত্র জানাচ্ছে, অয়নের বাড়ি এবং দফতর থেকে পাওয়া নথি থেকে জানা গিয়েছে, অভিষেক এবং তাঁর বান্ধবীর নামে হুগলিতে একটি পেট্রোল পাম্প রয়েছে। নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতে সেই ব্যবসার কোনও ভূমিকা ছিল কিনা তা দেখা হচ্ছে।
আরও পড়ুন- বিজেপি ভুল বোঝায়, মিথ্যে বলে