তাপপ্রবাহের জেরে ইউরোপে (Heatwaves- Europe) মৃত্যু হয়েছে ১৫ হাজারের বেশি মানুষের। এমন ভয়ানক রিপোর্ট প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। তাপপ্রবাহের বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নের জেরে বিশ্বে উল্ল্যেখযোগ্য হারে বেড়ে গিয়েছে খরা, বন্যা ও তাপপ্রবাহের মতো ঘটনা। দিন কয়েক আগে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন (World Meteorological Organisation) ২০২২ সালে তাপপ্রবাহের ঘটনা নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে। WMO রাষ্ট্রপুঞ্জের অধীনস্ত একটি সংস্থা WMO রাষ্ট্রপুঞ্জের অধীনস্ত একটি সংস্থা। খানিকটা অবাক হওয়ার মতো রিপোর্ট নজরে এসেছে। রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে তাপপ্রবাহের (Heatwaves- Europe) জেরে ইউরোপে মৃত্যু হয়েছে ১৫ হাজার ৭০০ জনের। প্রকাশিত রিপোর্টে তাপপ্রবাহ ছাড়াও বিশ্ব উষ্ণায়ন সংক্রান্ত বিভিন্ন তথ্য উঠে এসেছে। রিপোর্টে উল্লেখ রয়েছে, ২০২২ সালে কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড এই তিন গ্রিন হাউস গ্যাস ক্রমশই বেড়ে চলেছে।
আরও পড়ুন- পদত্যাগ করলেন রাব
তাপপ্রবাহ বেড়ে যাওয়ার ঘটনা বেড়েছে ভারতেও। ভারতেও বর্ষার সময়ে গরম অনেক বেড়ে গিয়েছে বলে জানানো হয়েছে। একইসঙ্গে আবহাওয়ার খামখেয়ালিপনায় কৃষিকাজের ক্ষতিও হয়েছে বিস্তর। বিশ্ব উষ্ণায়ন বিভিন্ন এলাকার গড় তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে বলে ডাব্লুএমও-র রিপোর্টে এমন তথ্য মিলেছে। সেখানে আরও বলা হয়েছে, ২০২২ সালে গড় তাপমাত্রা সর্বোচ্চ হয়েছিল। ১৮৫০-১৯০০ এই সময়কালের থেকে তাপমাত্রা ১.১৫ ডিগ্রি বেড়ে গিয়েছে। WMO-র সেক্রেটারি জেনারেল পেট্টেরি তালাস জানিয়েছেন, “বিশ্বজুড়ে ব্যাপক হারে বাড়ছে জনসংখ্যা। গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি পরিবেশে প্রভাব ফেলছে। খরা, বন্যা খুবই অনিয়মিত হয়েছে। দেখা গিয়েছে পূর্ব আফ্রিকায় ধারাবাহিকভাবে খরা হচ্ছে। ঠিক অন্যদিকে আবার পাকিস্তানের মতো দেশে ভয়াবহ বন্যার ঘটনা ঘটেছে। পরিবেশের এমন পরিবর্তন খাদ্য নিরাপত্তাকেও প্রশ্নে মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। এর জেরে বাড়ছে উদ্বাস্তু সমস্যা।”