সংবাদদাতা, আসানসোল : কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দারের ছেলে কেশব পোদ্দারের গরু পাচার নিয়ে সঠিক তদন্ত চাইল তৃণমূল কংগ্রেস। শনিবার সন্ধ্যায় আসানসোলের দলীয় দফতরে সাংবাদিক সম্মেলনে এই দাবিতে সরব হলেন জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন, সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপে বিজেপির দুই স্থানীয় কর্মকর্তাকে বলতে শোনা যাচ্ছে প্রতি গাড়ি থেকে ৪০ হাজার টাকা করে বিধায়ক অজয় পোদ্দারের ছেলে কেশবের মাধ্যমে তাঁর বিধায়ক বাবার কাছে কমিশন আসে।
আরও পড়ুন-কর্নাটকে ভোটের আগে ৩৮৫ মামলা প্রত্যাহার, মেরুকরণের কৌশল বিজেপির
এই অভিযোগ তৃণমূল করছে না, বিজেপির পক্ষ থেকেই তোলা হচ্ছে। আমরা শুধু ওই অভিযোগের সত্যাসত্য সম্পর্কে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। এখন সব তদন্তই তো আদালতের নির্দেশে হচ্ছে, তাই এই গরু পাচারের তদন্তও আমরা আদালতের নির্দেশেই কোনও নিরপেক্ষ এজেন্সির দ্বারা হোক এটাই চাই। মন্ত্রী বলেন, প্রধানত উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যগুলি থেকেই এ রাজ্যের উপর দিয়ে বাংলাদেশে গরু পাচার হয়।