আজ, রবিবার ইদের (Eid) পরেই আকাশে পাশাপাশি চন্দ্র ও শুক্র| রাতের আকাশে চাঁদের পাশে দেখা গেল এক উজ্জ্বল আলোর বিন্দু। মঙ্গল নয়, চাঁদের (Moon) পাশে এবার শুক্র (Venus)। রবিবার, অক্ষয় তৃতীয়ার পরের রাতে এই দৃশ্য ক্যামেরা বন্দি করেছেন অনেকে।
আরও পড়ুন-অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী
তবে, জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছে, এপ্রিল মাস জুড়েই এই দৃশ্য দেখা যাচ্ছে রাতের আকাশে। রবিবার, ২৩ এপ্রিল একসঙ্গে দেখা গেল চাঁদ ও শুক্রকে। এই সময়ে শুক্র গ্রহের কাছে চলে এসেছে চাঁদ। ইদের চাঁদ আকাশে। শুক্র গ্রহ অতিক্রম করার সময় চাঁদ মঙ্গলের কাছাকাছি চলে আসবে। শুক্রের মাত্র পাঁচ ডিগ্রি উপরেই থাকবে রয়েছে চন্দ্র। এরপর কাছে আসবে শনি। তবে, আকাশে চোখ রেখে এই দৃশ্যের সঙ্গে ইদ আর অক্ষয় তৃতীয়াকে মিলিয়ে খুশি নেটিজেনরা।