বিরোধী জোটে শান, নেত্রীর সঙ্গে আজ নীতীশের বৈঠক

 লখনউয়ে আজই কথা নীতীশ-অখিলেশের

Must read

প্রতিবেদন : বিরোধী ঐক্য আগামী দিনে টর্নেডোর আকার নেবে। সম্প্রতি ঘোষণা করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাতদিনের মধ্যেই তাঁর কথা অক্ষরে অক্ষরে ফলে গেল। আজ, সোমবার লখনউয়ে বৈঠকে বসছেন নীতীশ কুমার এবং অখিলেশ যাদব। তার আগে দুপুরেই বৈঠক হবে তৃণমূলনেত্রী (Mamata Banerjee- Nitish Kumar) ও নীতীশ কুমারের মধ্যে। নিশ্চিতভাবে ২০২৪-এর লোকসভা ভোটকে পাখির চোখ করে এই আলোচনা গড়াতে চলেছে। সেইসঙ্গে কেন্দ্রের একের পর এক রাজ্য বিরোধী এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী পদক্ষেপের বিরুদ্ধে রাজ্যগুলির প্রতিবাদের পারদ চড়তে চলেছে।

আরও পড়ুন-আজ মদনমোহন মন্দিরে পুজো অভিষেকের

নবীন পট্টনায়েক, কুমারস্বামী, অখিলেশ যাদবের পর এবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee- Nitish Kumar) বৈঠক। আজ, সোমবার দুপুরে নবান্নে বৈঠক। প্রাথমিকভাবে এনডিএ জোটে থাকলেও জোট ভেঙে বেরিয়ে এসেছে নীতীশ কুমারের দল। আরজেডির সঙ্গে জোট করে সরকার চলছে বিহারে। রাজ্যগুলির বকেয়া আটকে রাখা, এজেন্সি দিয়ে বিরোধী রাজ্যগুলিকে বিব্রত করা, রাজ্যপালের সংবিধান বহির্ভূত আচরণ থেকে শুরু করে ধর্মীয় উসকানিকে মদত দেওয়া বন্ধ করতে বিরোধী তৃণমূলনেত্রী-সহ বিরোধীরা সরব। আলোচনা এই বিষয় নিয়ে কেন্দ্রীভূত হতে চলেছে।

Latest article