মালদহে অস্ত্র নিয়ে স্কুলে যুবক, মুখ্যমন্ত্রী বললেন চক্রান্ত

Must read

পুরাতন মালদহের স্কুলে অস্ত্র নিয়ে যুবকের ঢুকে পড়ার ঘটনার পিছনে চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Maldah- Mamata Banerjee)। বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, সবকিছু এত সহজ করে দেখলে চলবে না। কীভাবে ওই ব্যক্তি পিস্তল হাতে স্কুলে ঢুকে গেল! স্কুলে ঢুকে সে বলছে, হোস্টেজ করবে। এই কথাটা শিখলো কোথা থেকে? মুখ্যমন্ত্রীর অভিযোগ, এর পিছনে চক্রান্ত রয়েছে। “স্কুল হয়তো ভেবেছিল কোনও অভিভাবক হবেন। কিন্তু এত সহজভাবে ভাবলে চলবে না। এটা সাইবার ক্রাইমের যুগ। আরও আরও অনেক বেশি সতর্ক হতে হবে।” আই কার্ড ছাড়া কীভাবে স্কুলে ঢুকলো ওই বন্দুকবাজ? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী (Maldah- Mamata Banerjee। বলেন, “এই বুদ্ধিটা যুবক পেল কোথা থেকে? শিক্ষক-পড়ুয়ারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। পুলিশ, সংবাদমাধ্যমকেও ধন্যবাদ। এত বড় ঘটনা থেকে রক্ষা করেছে। থ্যাঙ্ক গড বাচ্চারা ভালো রয়েছে। শিক্ষক-শিক্ষিকা, বাচ্চা, পুলিশ, সাংবাদিকরা সবাই সুস্থ রয়েছে।” এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ করেন, ধরা পড়ার পরেই বলা হয় ‘পাগল’। এই ঘটনায় বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি বলেন, “আমি স্কুল কমিটিগুলোকে বলব, স্কুল যখন চালু হয়ে যাবে, নজর রাখবেন। দরকার হলে দুটো দারোয়ান রাখা যেতেই পারে। পুলিশের কাছেই সাহায্য চাওয়া যেতে পারে। আর এখন তো আইডি কার্ড থাকে। তা ছাড়া তো কেউ স্কুলে ঢুকতেই পারে না, তাহলে কীভাবে হল? মালদার স্কুলের ঘটনা চক্রান্ত। এই সব পরিকল্পনা চলবে।”

আরও পড়ুন: ‘আপনি যদি ধর্মের ভিত্তিতে ভোট দেন, তাহলে ধর্মের ভেদাভেদ হবেই’ বার্তা অভিষেকের

Latest article