নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উচ্ছেদের চেষ্টা করলে ধর্না দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী (Amartya Sen- Mamata Banerjee)। নোবেল জয়ীকে জমি ছাড়ার জন্য ইতিমধ্যে নোটিস দিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৩ ডেসিমেল জমি না ছাড়লে বিশ্বভারতী কর্তৃপক্ষ বল প্রয়োগ করে জমির দখল নেবে বলে জানিয়ে দিয়েছে। সেই আবহে নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্মত্য সেনের বাড়িতে বুলডোজার চালাতে এলে মুখ্যমন্ত্রী স্বয়ং ধর্না দেবেন বলে জানিয়েছেন।
বুধবার নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী (Amartya Sen- Mamata Banerjee) বিজেপির বিরুদ্ধে সুর চড়ান। নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হেনস্থা করছে বলে অভিযোগ করেন তিনি। কৃতী বঙ্গ সন্তানের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘অমর্ত্য সেনের বাড়িতে বুলডোজার চললে আমি ওখানে গিয়ে প্রথম ধর্না দেব। দেখব কার শক্তি বেশি। বুলডোজার না মানুষের।’
আরও পড়ুন: নির্দল হয়ে দাঁড়ালে দল থেকে বেরিয়ে যান: প্রার্থী ইস্যুতে অভিষেক
উল্লেখ্য, অর্মত্য সেন বিশ্বভারতীর (Visva Bharati) জমি দখল করে রয়েছেন বলে অভিযোগ বিশ্বভারতী কর্তৃপক্ষের। সেই জমি ছাড়ার জন্য বিশ্বভারতীর তরফে উচ্ছেদের নোটিস ধরানো হয়েছে তাঁকে। সেখানে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। নোটিসে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ে জমি না ছাড়লে, প্রয়োজনে বলপ্রয়োগ করা হবে।