প্রতিবেদন : ৬২ বছর পর কলকাতা লিগ জয়ের হাতছানি আরও এক রেল দলের সামনে। পি কে ব্যানার্জির ইস্টার্ন রেল ১৯৫৮ সালে লিগ জিতে ইতিহাস রচনা করেছিল। ছয় দশক পর রেলওয়ে এফসি-র সামনে নতুন ইতিহাস গড়ার সুযোগ।
শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে লিগের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ময়দানের তথাকথিত দুই ছোট দল জর্জ টেলিগ্রাফ ও রেলওয়ে এফসি। এই দু’টি দলের এক ঝাঁক তরুণ ফুটবলার নজর কেড়েছেন লিগে। এদিন দুই দলের মধ্যে তুল্যমূল্য লড়াই হলেও নির্ধারিত ৯০ মিনিটে গোল হয়নি।
আরও পড়ুন : শাবকের টানে ফিরে এল চিতাবাঘ
অতিরিক্ত সময় শুরুর তিন মিনিটে ফ্রিকিক থেকে অসাধারণ একটি গোল করে রেলকে এগিয়ে দেন শুভেন্দু মাণ্ডি। অতিরিক্ত সময়ের বাকি ২৭ মিনিটে গোল শোধ করতে পারেনি রঞ্জন ভট্টাচার্যের প্রশিক্ষণাধীন জর্জ। নতুন ফরম্যাটের কলকাতা লিগের ফাইনালে উঠে উচ্ছ্বাসে ভাসলেন রেলের কোচ-ফুটবলাররা।
শনিবার কল্যাণীতে লিগের শেষ কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে মহমেডান স্পোর্টিং। সাদা-কালোর প্রতিপক্ষ ভবানীপুর। ডুরান্ড হারানোর পর চার দশক পর কলকাতা লিগ জিততে মরিয়া মহমেডান। আইএফএ-র নতুন নিয়মে লাল কার্ড দেখা সত্ত্বেও মহমেডানের সিরিয়ান ডিফেন্ডার শাহের শাহিন শনিবার খেলতে পারবেন। দলের জন্য যা স্বস্তির খবর। লিগে দুই বিদেশি খেলতে পারবে। তাই টালিগঞ্জের বিরুদ্ধে নিকোলাকে খেলানো যায়নি। ভবানীপুরের বিরুদ্ধেও মার্কাস ও শাহিনের প্রথম একাদশে থাকার সম্ভাবনা বেশি। তবে ম্যাচের আগে প্রথম একাদশ বাছবেন মহমেডান কোচ। দলের ডিফেন্ডার ওয়েনের অবশ্য চোট আছে।