কমল মজুমদার, জঙ্গিপুর: এই বাংলাকে গুজরাট, ইউপি হতে দেব না। সম্প্রীতির বাংলায় বিভেদ সৃষ্টিকারী দলকে বাংলায় আশ্রয় দেওয়া যাবে না। দু-একটি বিরোধী দল সাম্প্রদায়িক দল বিজেপিকে বাংলায় জায়গা করে দিতে তৎপর হয়ে উঠেছে। নিজেরা বাংলা থেকে বিতাড়িত হয়ে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে মাঠে নেমে পড়েছে, ওরা বাংলাকে গুজরাট ইউপি বানাতে চায়। এনআরসির বিরুদ্ধে ও নরেন্দ্র মোদির চোখে চোখ রেখে লড়াই করার ক্ষমতা এদের নেই। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে লড়ছেন এবং লড়ে যাবেন। শনিবার দুপুরে জঙ্গিপুর পুরসভার এক অনুষ্ঠানে বললেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। রঘুনাথগঞ্জের রবীন্দ্রভবনে। ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, সাংসদ খলিলুর রহমান, পুরপ্রধান মোফিজুল ইসলাম। ফিরহাদ (Firhad Hakim) বলেন, জঙ্গিপুর পুরসভা সমস্ত নাগরিক পরিষেবা দিতে বদ্ধপরিকর। জলস্বপ্ন প্রকল্পের ফলে শহরের মানুষ বিনা পয়সার পরিস্রুত পানীয়জল পাবেন। নিজের ভাষণে জাকির হোসেন দলের নেতা-কর্মীদের একাংশকেই কাঠগড়ায় তুললেন। বললেন দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে দলের জেলা সভাপতিকে ব্যবস্থা নিতে হবে। কোনও কাউন্সিলর খারাপ কাজ করলে আপনারা আমাকে কমল্পেন করবেন, আমি দাদার কাছে কমল্পেন করব, জেলা সভাপতির কাছে কমল্পেন করব। নাহলে আমাদের দলে স্বচ্ছতা আসবে না।
আরও পড়ুন- অবশেষে আলিপুরদুয়ারে জেলা আদালত চালু হল