প্রতিবেদন : নন্দীগ্রামে আবার বিজেপিতে (Nandigram) বড়সড় ভাঙন। বিজেপির নেতা-কর্মীরা ক্রমশ বিরোধী দলনেতা ও তাঁদের পরিবারের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ফলে তাঁরা দলে দলে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে (Nandigram- TMC)। রবিবারও নন্দীগ্রাম ব্লক ১-এ প্রথম সারির চারজন নেতা-সহ ২০ জন তৃণমূল কংগ্রেসে (Nandigram- TMC) যোগদান করলেন। এঁদের মধ্যে গৌতম মণ্ডল আদি বিজেপি কর্মী। ২০০৭ সালে যখন বিজেপির কোনও সংগঠন ছিল না, তখন থেকেই সক্রিয় উনি। ছিলেন ব্লক কমিটির সদস্য। পরে হন যুব মোর্চার সভাপতি, কিসান মোর্চার সভাপতি, আরএসএসের প্রাক্তন বিস্তারক। একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। গৌতমের সঙ্গেই এদিন যোগ দিলেন গোকুলনগর অঞ্চলের কাসাদা বুথের বিজেপি সহ-সভাপতি প্রদীপ মণ্ডল। অন্য দুই উল্লেখ্য নেতা হলেন স্বদেশ মণ্ডল ও শুভজিৎ দাস। এঁরা বিজেপি যুব মোর্চার আঞ্চলিক নেতা। ওঁরা তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম ব্লক ১-এর সভাপতি বাপ্পাদিত্য গর্গের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা নেন। দলের প্রথম সারির চার নেতা-সহ এই ২০ জনের যোগদানের ফলে বিরোধী দলনেতার এলাকা নন্দীগ্রামেই বিজেপি প্রায় নিশ্চিহ্ন হতে চলেছে বলে রাজনৈতিক মহলের বক্তব্য।
বিরোধী দলনেতার থেকে মুখ ফেরাচ্ছে নন্দীগ্রাম, ফের ভাঙল পদ্মশিবির
বিজেপির ৪ নেতা-সহ তৃণমূলে ২০