প্রতিবেদন: মোদি পদবি মামলায় রাহুল গান্ধীর (Rahul Gandhi) মামলা যারা শুনছেন, সেই বিচারকদের সঙ্গে বিজেপির যোগ যেন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সুরাতের দায়রা আদালতে রাহুলের মামলা শুনেছিলেন বিচারক আর পি মোগেরা। বিচারক মোগেরা একসময় মামলা লড়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হয়ে। এবার গুজরাত হাইকোর্টে যে বিচারপতি রাহুলের (Rahul Gandhi) মামলা শুনছেন তাঁর সঙ্গেও বিজেপি যোগের অভিযোগ উঠছে। বিষয়টি একেবারে কাকতালীয়, নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য আছে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছ। বিশেষ করে রাহুলের বিরুদ্ধে মামলাটি গুজরাতের আদালতে হওয়ায় রাজনৈতিক মহলের কাছে এই বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। গুজরাত হাইকোর্টে রাহুলের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি গীতা গোপির এজলাসে। কিন্তু শুনানির প্রথম দিনেই বিচারপতি গোপী নিজেকে এই মামলা থেকে সরিয়ে নেন। সেই মামলা যায় বিচারপতি হেমন্ত প্রচ্ছকের এজলাসে। শনিবার এই মামলার শুনানিও হয়েছে। কিন্তু বিচারপতি হেমন্তকে নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে কংগ্রেসে। এক সংবাদমাধ্যমের দাবি, বিচারপতি হেমন্ত প্রচ্ছক এক সময় বিজেপি নেতাদের হয়ে একাধিক মামলা রয়েছে। এমনকী, গুজরাত দাঙ্গায় অভিযুক্ত তৎকালীন মন্ত্রী মায়া কোদনানির হয়েও মামলা লড়েছেন তিনি।
আরও পড়ুন- কাল দক্ষিণ দিনাজপুরে অভিষেক