তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে করণদিঘিতে সভা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখান থেকে মোদির ‘মন কি বাত’-এর ১০০তম পর্ব নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল সাংসদ। কড়া ভাষায় এদিন অভিষেক জানান, “মানুষের জুটছে না দুটো রুটি, দুমুঠো ভাত, আর প্রধানমন্ত্রী সারা দেশজুড়ে করছেন মন কি বাত।”
আরও পড়ুন: শ্রমিকের অধিকার কাড়ছে কেন্দ্র, শ্রমিকবন্ধুদের পাশে বাংলার মুখ্যমন্ত্রী, বললেন দোলা সেন
প্রধানমন্ত্রী রেডিও অনুষ্ঠানের সততম বর্ষ উদযাপন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। তাঁর কথায়, বাংলার ১০০ দিনের টাকা না দিচ্ছে না কেন্দ্র। এদিকে ‘মন কি বাত’-এর একশোতম পর্ব উদযাপন করা হচ্ছে। এদিন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) তীব্র কটাক্ষ করে বলেন, ‘‘মানুষের জুটছে না দুটো রুটি, দুমুঠো ভাত, আর প্রধানমন্ত্রী সারা দেশজুড়ে করছেন মন কি বাত। ১০০ তম পর্ব, ১০০ তম অধ্যায়, আর ১০০ দিনের টাকা বন্ধ।’’ অভিষেকের কথায়, বাংলার মানুষ ১০০ দিনের টাকা থেকে বঞ্চিত। আর প্রধানমন্ত্রী ‘মন কি বাত’-এর ১০০তম পর্ব উদযাপন নিয়ে ব্যস্ত৷ অভিষেকের কথায়, ‘‘বাংলার মানুষ ভাত-রুটি পাচ্ছেন না, ওদিকে প্রধানমন্ত্রী মন কি বাত শুনছেন৷’’