নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : ২০২৪-এর লোকসভা ভোটের দিকে তাকিয়ে হঠাৎ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে লোকদেখানো তোষণ শুরু করেছেন। ভোটের রাজনৈতিক কৌশল হিসেবে খ্রিস্টানদের ব্যবহার করার এই ফন্দি সমর্থনযোগ্য নয়। সোমবার এ বিষয়ে ক্ষোভ উগরে দিয়ে মোদি সরকারের সংখ্যালঘু বিরোধী মনোভাব নিয়ে সতর্ক করে দিলেন তৃণমূল কংগ্রেসের রাজসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।
আরও পড়ুন-নবজোয়ারে ভেসে গেলেন অভিষেক
তিনি বলেন, কেরল সফরে গিয়ে ৮ জন বিশপের সঙ্গে সাক্ষাৎ করেছেন মোদি। ইস্টারে নয়াদিল্লির চার্চ পরিদর্শনও করেছেন। কিন্তু এ সবই ভোটের লক্ষ্যে প্রচারের কৌশল। খ্রিস্টান সম্প্রদায়ের আসল সমস্যা মেটাতে কোনও উদ্যোগ নেই কেন্দ্রীয় সরকারের। সংখ্যালঘু স্কুলগুলির সুরক্ষা এবং প্রান্তিক খ্রিস্টানদের সমস্যা নিয়ে মোদির কোনও হেলদোল নেই। তাঁর সবটাই ভোট পাওয়ার গিমিক। প্রাণবন্ত গণতন্ত্রে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান দরকার। অথচ আমাদের দেশে গেরুয়া শিবির লাগাতার সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলির উপর খবরদারি চালাচ্ছে। ধর্মীয় স্বাধীনতা আক্রান্ত হচ্ছে। এসবের দিকে নজর না দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে নিজের সুবিধা পেতে চান মোদি।