লখনউ, ২ মে : বিরাট কোহলি ও গৌতম গম্ভীর মুখোমুখি হওয়া মানেই যেন ঝামেলা! চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবিকে হারানোর পর টেবিল চাপড়ে উৎসব করেছিলেন লখনউ সুপারজায়ান্টসের মেন্টর গম্ভীর। মুখে আঙুল দিয়ে চুপ থাকার ইঙ্গিত করেছিলেন আরসিবি সমর্থকদের।
আরও পড়ুন-কেন্দ্রীয় বঞ্চনা, বিজেপির বিরুদ্ধে ধর্নায় বসছে মহিলা তৃণমূল কংগ্রেস
সোমবার রাতে লখনউয়ের একনা স্টেডিয়ামে সুপারজায়ান্টদের হারিয়ে পাল্টা দিলেন বিরাটও। মুখে আঙুল দিয়ে লখনউ সমর্থকদের চুপ থাকার বার্তা দিলেন। এখানেই শেষ নয়, ম্যাচের পর গম্ভীরের সঙ্গে বচসাতেও জড়ালেন। শৃঙ্খলাভঙ্গের অপরাধে দু’জনেরই ম্যাচ ফি-র ১০০ শতাংশ কেটে নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। একই অপরাধে শাস্তি পেয়েছেন সুপারজায়ান্টসের আফগান ক্রিকেটার নবীন-উল-হকও। তাঁর ম্যাচ ফি-র ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।
আরও পড়ুন-চার্লস ফিলিপ আর্থার জর্জের অভিষেক অনুষ্ঠানে থাকছেন সোনম কাপুর
যাবতীয় উত্তেজনার সূত্রপাত লখনউয়ের ইনিংসের ১৭তম ওভারে। সেই সময় ব্যাট করছিলেন নবীন ও অমিত মিশ্র। ওভারের মাঝামাঝি নবীনের সঙ্গে বচসা শুরু হয় বিরাটের। আম্পায়ার দু’জনকে শান্ত করার চেষ্টা করলেও নিজের জুতো দেখিয়ে নবীনকে ইঙ্গিত করেন বিরাট। তবে নাটকের তখনও বাকি ছিল। ম্যাচের পর বিরাটের সঙ্গে কথা বলছিলেন লখনউয়ের ক্যারিবিয়ান তারকা কাইল মেয়ার্স। সেই সময় গম্ভীর এসে মেয়ার্সকে সরিয়ে নিয়ে যান। ফের উত্তপ্ত হয়ে পড়ে পরিস্থিতি। এবার গম্ভীরের উদ্দেশ্যে বিরাট কিছু বললে, পাল্টা তেড়ে আসেন গম্ভীরও। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ছুটে আসেন দু’দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফরা। গম্ভীরকে ঠান্ডা করার চেষ্টা করেন লখনউয়ের অধিনায়ক কে এল রাহুল। বিরাটের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে।
তবে ড্রেসিংরুমে ফিরেও রাগ কমেনি বিরাটের। উত্তেজিত কিং কোহলিকে বলতে শোনা যায়, ‘‘দুর্দান্ত একটা জয়। ইট ছুঁড়লে তো পাটকেল খেতেই হবে। সেটা হজম করতে না পারলে ইট ছুঁড়ো না।’’ এরপর অবশ্য বিরাট নিজের ইনস্টাগ্রামে রোমান অধিপতি মার্কাস অউরেলিয়াসের একটি উদ্ধৃতি পোস্ট করেছেন। বাংলায় যার তর্জমা, ‘‘আমরা যা শুনি তা মতামত, ঘটনা নয়। আমরা যা দেখি তা দৃশ্য, সত্য নয়।’’
এদিকে, এই ঘটনার নিন্দায় মুখর হরভজন সিং, অনিল কুম্বলে, রবিন উথাপ্পাদের মতো প্রাক্তনরা। প্রত্যেকেরই বক্তব্য, ‘‘এমন ঘটনা ক্রিকেটীয় স্পিরিটের সঙ্গে বেমামান।’’