প্রতিবেদন : সমলিঙ্গের (same-sex couples) দম্পতিরা যাতে অন্যদের মতোই কিছু মৌলিক এবং সরকারি সুযোগ সুবিধা ও পরিষেবা পেতে পারেন সে বিষয়টি সরকার গুরুত্ব দিয়েই বিবেচনা করবে। এই বিষয়টি খতিয়ে দেখতে ক্যাবিনেট সেক্রেটারিকে মাথায় রেখে একটি কমিটি গড়তেও প্রস্তুত কেন্দ্র। বুধবার সমলিঙ্গ বিবাহ মামলার শুনানিতে কেন্দ্রের তরফে শীর্ষ আদালতকে এই কথা জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা।
আরও পড়ুন-ক্রেমলিন প্রাসাদ তাক করে ড্রোন! পুতিনকে হত্যার চেষ্টা, তোপ রাশিয়ার
বুধবার ছিল এই মামলার সপ্তম দিনের শুনানি। গত সপ্তাহে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সলিসিটর জেনারেলকে বলেছিলেন, সমলিঙ্গের দম্পতিরা (same-sex couples) একাধিক সরকারি সুবিধা থেকেও বঞ্চিত। সরকার তাঁদের মৌলিক সুবিধাগুলি দিতে রাজি কিনা, বুধবার শীর্ষ আদালতকে সেটা জানাতে হবে। সেই নির্দেশ মতো সলিসিটর জেনারেল এদিন সরকারের নতুন অবস্থানের কথা জানান। কেন্দ্র অবশ্য আগেই জানিয়েছে, এ ধরনের বিয়েকে তারা স্বীকৃতি দেবে না।
মেহতা এদিন সর্বোচ্চ আদালতকে জানান, এ ব্যাপারে আবেদনকারীদের আইনজীবীরা বিভিন্ন মতামত এবং তাঁদের সমস্যাগুলি জানাতে পারেন। এরফলে সেগুলির সমাধানের পথ খোঁজা কেন্দ্রীয় সরকারের পক্ষে সহজ হবে।