প্রতিবেদন : গত মাসে উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছিল গ্যাংস্টার তথা রাজনীতিবিদ আতিক আহমেদের ছেলে আসাদ ও তার এক সঙ্গীর। আসাদের মৃত্যুর তিন দিন পরেই পুলিশি হেফাজতে গুলিতে প্রাণ হারান আসাদের বাবা আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফ। সেই ঘটনার রেশ কাটার আগেই যোগীরাজ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন আরও এক কুখ্যাত গ্যাংস্টার।
আরও পড়ুন-পুলিশের হাতে ধর্ষিতা তরুণী
বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মিরাটে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছে গ্যাংস্টার অনিল দুজনা ওরফে অনিল নাগর। এপ্রিল মাসেই উত্তরপ্রদেশ সরকার ৬৫ জন কুখ্যাত অপরাধীর নামের একটি তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকাতেও ছিল অনিলের নাম। এসটিএফ-এর ডিজি, অমিতাভ যশ বলেছেন, বৃহস্পতিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে অনিল দুজানার মৃত্যু হয়েছে। অনিলের বিরুদ্ধে ছিল ১৮টি খুনের মামলা। জানা গিয়েছে, অনিলের বিরুদ্ধে ৬২টি মামলা ছিল।