সংবাদদাতা, কাকদ্বীপ : সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকা আছড়ে পড়তে পারে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূলে। ঘূর্ণিঝড়ের জেরে বেহাল নদী ও সমুদ্রবাঁধের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সেজন্য সরকারের পক্ষে সুন্দরবনের সমস্ত নদী ও সমুদ্রবাঁধের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন থেকে এই নির্দেশ আসার পরই তড়িঘড়ি ব্যবস্থা নিতে শুরু করেছে সেচ দফতর। ইতিমধ্যে জেলার সব কটি মহকুমায় আলাদা করে বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নিয়ে বৈঠক শুরু হয়েছে।
আরও পড়ুন-সুন্দরবনের ব্লকে ঘূর্ণিঝড় মোকাবিলায় তৈরি জেলা প্রশাসন
বৃহস্পতিবার সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা সেচ দফতরের আধিকারিকদের নিয়ে ধবলাট এলাকা ঘুরে দেখেন। সেখানে নদী ও সমুদ্রবাঁধ মেরামতির কাজ চলছে। সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখেন তিনি। সেচ দফতরের আধিকারিকদের থেকে বিস্তারিত খোঁজখবর নেন মন্ত্রী। অন্যদিকে ডায়মন্ডহারবার মহকুমা প্রশাসনিক ভবনেও বিপর্যয় মোকাবিলা নিয়ে মহকুমাশাসক অঞ্জন ঘোষের পৌরোহিত্যে জরুরি বৈঠক হয়। বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত সিভিল ডিফেন্স, দমকল-সহ অন্যান্য বিভাগের আধিকারিক ও কর্মীরা বৈঠকে ছিলেন। সম্ভাব্য ঘূর্ণিঝড় ও আগামী বর্ষার জন্য প্রস্তুতি নিয়ে কথা হয়। মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, ‘সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বাঁধগুলির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। সেচ দফতরের আধিকারিকদের বাঁধ পরিদর্শন করে তড়িঘড়ি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’