প্রতিবেদন : লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সীমান্ত সমস্যা মেটার আগেই নতুন সমস্যা শুরু হয়েছে অরুণাচল প্রদেশের তাওয়াং। গত সপ্তাহে তাওয়াংয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়া প্রায় ২০০ জন লাল ফৌজকে আটক করে ভারতীয় জওয়ানরা। যা নিয়ে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়। শেষ পর্যন্ত দুই দেশের শীর্ষ সেনা কর্তাদের মধ্যে আলোচনার পর লাল ফৌজের আটক সদস্যদের ছেড়ে দেওয়া হয়।
জানা গিয়েছে, তাওয়াংয়েও লালফৌজের সঙ্গে ভারতীয় জওয়ানদের বাগ্বিতণ্ডা এমনকী ধাক্কাধাক্কি পর্যন্ত হয়েছে। দু’দেশের সেনার মধ্যে এই সংঘাত বেশ কয়েক ঘণ্টা জারি থাকে। তবে শেষ পর্যন্ত দু’দেশের সেনা কমান্ডারদের হস্তক্ষেপে বিষয়টি সামাল দেওয়া যায়।
আরও পড়ুন-হরিয়ানায় পুলিশ নির্বাচন পরীক্ষা বিজেপি নেতাদের জীবনী নিয়ে প্রশ্ন
চলতি উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় উত্তেজনা কমাতে রবিবার ফের দু’দেশের শীর্ষ সেনা কর্তারা বৈঠকে বসতে চলেছেন। ২০২০-র জুনে লাদাখের গালওয়ান সীমান্তে লাল ফৌজের সঙ্গে ভারতীয় জওয়ানদের সংঘর্ষের পর সীমান্ত সমস্যা নিয়ে দু’দেশ ১২বার কমান্ডার পর্যায়ের বৈঠক হয়েছে। কিন্তু তাতেও তেমন কোনও আশাপ্রদ ফল মেলেনি। এই পরিস্থিতিতে রবিবার ১৩ তম সামরিক বৈঠক হতে চলেছে। সীমান্তের ওপারেই অর্থাৎ চিনের অভ্যন্তরে এই বৈঠক হবে। ভারতের হয়ে এই বৈঠকে নেতৃত্ব দেবেন জেনারেল পি জি কে মেনন। অন্যদিকে চিনের পক্ষ থেকে এই বৈঠকে নেতৃত্ব করবেন জেনারেল লিউ নিন।