রাজস্থান রয়্যালস ২১৪/২ (২০ ওভার)
সানরাইজার্স হায়দরাবাদ ২১৭/৬ (২০ ওভার)
স্কোরবোর্ডে ২১৪ রান তুলেও হেরে গেল রাজস্থান রয়্যালস। শেষ বলে ছয় মেরে সানরাইজার্স হায়দরাবাদকে নাটকীয় জয় উপহার দিলেন আব্দুল সামাদ। শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল ১৭ রানের। শেষ বলে প্রয়োজন ছিল চার। সন্দীপ শর্মার বলে ছয় হাঁকিয়ে দলকে জেতালেন সামাদ।
এদিন শুরুটা ঝড়ের গতিতে করেছিলেন রাজস্থানের দুই ওপেনার জস বাটলার ও যশস্বী জয়সওয়াল। ব্যক্তিগত ৩৫ রানে (১৮ বল) আউট হন যশস্বী। তবে দ্বিতীয় উইকেটে মাত্র ৮১ বলে ১৩৮ রান যোগ করে দলের বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন বাটলার ও সঞ্জু স্যামসন। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন বাটলার। তাঁর ৫৯ বলে ঝোড়ো ৯৫ রানের ইনিংসে ছিল ১০টি চার ও ৪টি ছয়। সঞ্জু শেষ পর্যন্ত ৩৮ বলে ৬৬ রান করে নট আউট থেকে যান।
আরও পড়ুন- ইস্টবেঙ্গলে এবার মেম্বার্স লাউঞ্জ
রান তাড়া করতে নেমে অভিষেক শর্মার (৩৪ বলে ৫৫) হাফ সেঞ্চুরি ও রাহুল ত্রিপাঠী (২৯ বলে ৪৭) এবং গ্লেন ফিলিপসের (৭ বলে ২৫) লড়াকু ব্যাটিংয়ে ভালই এগোচ্ছিল সানরাইজার্স। কিন্তু যুজবেন্দ্র চাহালের দুরন্ত বোলিং ম্যাচের মোড় প্রায় ঘুরিয়ে দিয়েছিল। ২৯ রানে ৪ উইকেট নেন তিনি। কিন্তু সামাদ (৭ বলে অপরাজিত ১৭) ম্যাচটা রাজস্থানের মুঠো থেকে ছিনিয়ে নিয়ে গেলেন।