৭৫ দিনের মধ্যেই মাধ্যমিকের ফল আগামী ১৯ মে প্রকাশিত হচ্ছে। বুধবার ট্যুইট করে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওই দিন সকাল ১০টায় সাংবাদিক বৈঠক করে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে ফল ঘোষণা করা হবে। ফল ঘোষণা করবেন পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in-এ গিয়ে ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা। এ বছর মাধ্যমিকে বসেছিল প্রায় ৭ লক্ষ ছাত্রছাত্রী। পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি এবং পরীক্ষা শেষ হয় ৪ মার্চ। পর্ষদের তরফে ওই দিনই প্রকাশ করা হবে মেধাতালিকাও। এবছর কোভিডের কারণে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। কিন্তু পরীক্ষাকে ঘিরে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পর্ষদ সভাপতির ঘোষণামতোই ফল নির্দিষ্ট সময়ে ঘোষণা হচ্ছে।
আরও পড়ুন- নন্দীগ্রামের দু.র্ঘটনায় শোকপ্রকাশ, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর