লেখিকা ই জিন ক্যারলের আনা ধর্ষণের মামলায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করল মার্কিন আদালত। যৌন নির্যাতন এবং লেখিকার মানহানির দায়ে ৫ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৪১০ কোটি জরিমানা করা হয়েছে প্রাক্তন প্রেসিডেন্টকে। তবে এই মামলায় ধর্ষণের অভিযোগ থেকে ট্রাম্পকে রেহাই দেওয়া হয়েছে। টাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ যদি প্রমাণ হত, সেক্ষেত্রে তাঁর জেলযাত্রা ছিল নিশ্চিত। রায় ঘোষণার পর ট্রাম্প সাফ জানিয়েছেন, এই মহিলাকে সত্যিই আমি চিনি না। মিথ্যার শিকার হচ্ছি আমি। আমার নামে কালি ছোটতেই এই চক্রান্ত। এই রায় অসম্মানজনক।
আরও পড়ুন- উৎকর্ষ বাংলার বৈঠকে মুখ্যমন্ত্রী
বুধবার জেসিকা লিডস নামে আরও এক মহিলা ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। ৮১ বছরের জেসিকা আদালতে জানিয়েছেন, ট্রাম্প বিমানের বিজনেস ক্লাসে তাঁর স্কার্টের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছিলেন। তাঁকে চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন ট্রাম্প। সর্বপ্রথম পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন। তারপর লেখিকা ই জিন ক্যারলের মামলা। ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে একের পর এক মামলায় জেরবার হয়ে উঠেছেন ট্রাম্প।