বুধবার সকালে হঠাৎই মধ্য কলকাতার বিবাদী বাগ এলাকার একটি বহুতলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১১টি ইঞ্জিন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। ঘটনায় কারও হতাহতের খবর নেই। এদিন আগুন লাগার খবর পেয়ে নেতাজি ইন্ডোরে যাওয়ার পথে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওখানে দাঁড়িয়েই তিনি দমকলমন্ত্রী সুজিত বসু, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে কথা বলেন। কথা বলেন দমকল কর্মীদের সঙ্গেও। তিনি বলেন, দমকল কর্মীরা যথাসম্ভব চেষ্টা করেছেন, ভাল কাজ করেছেন। মুখ্যমন্ত্রী ছাড়াও আগুন লাগার খবর পেয়ে এদিন ঘটনাস্থলে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনিও কিছুক্ষণ ছিলেন ঘটনাস্থলে। সপ্তাহের কাজের দিন অফিস পাড়ার ওই বহুতল শরাফ হাউসে আগুন লাগায় তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দমকল সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ১০টা নাগাদ বিবাদী বাগের শরাফ হাউসের তিনতলার উপরের ছাদের একটি অংশে আগুন লাগে। খবর পেয়ে দমকলের ১০টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে। ওই বহুতলে একটি ব্যাঙ্ক ও একাধিক অফিস ছিল। দমকল কর্মীরা প্রথমেই বহুতল থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে আনেন। ফলে হতাহতের ঘটনা এড়ানো গিয়েছে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বহুতলে থাকা একটি ক্যান্টিন থেকেই আগুন লাগে। পুলিশ ও দমকল ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন- বাংলায় কোনও প্রভাব নেই মোকার